নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ঘিরে

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

তোমার চোখের কোণে
যে স্বপ্ন আঁক,
সে স্বপ্নে যেন থাকি আমি,
তোমার দেহের প্রতিটি লোমকূপে,
আমি যেন নিঃশ্বাস ফেলি
সেটুকু সুযোগ আমায় দিও |
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে
হঠাতই কল্পনা বিলাস করি,
সংসার যাপন করি তোমার সাথে |
তোমাকে নিয়ে বেশ গোলক ধাঁধাঁয়
পড়ে যাই খুব সহজে,
কল্পনা জগতের রাণী আমার !
শুধু কল্পনা নয়, বাস্তবে তুমি
আমার স্বপ্নচারিনী,
আমার চিত্ত হরণকারী হরিণী |
বড় কষ্টে বড় স্বপ্ন দেখি
যা শুধু তোমাকে ঘিরে
আবর্তন করে,
পাঁক খায় স্বপ্নগুলো
নিউক্লিয়াসকে কেন্দ্রকরে যেমন ইলেক্ট্রন,
সর্বদা ঘুরছে নিজ কক্ষপথে,
তেমনি তোমাকে কেন্দ্র করে আমি ...||
.
.
[উৎসর্গঃ তোমাকে, ০২.১২.১৫]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.