নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
অবশেষে ফিরে এলাম ।
পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি
এবং সুদীর্ঘ আবর্তিত পথে-
সুদীর্ঘ চরণচিহ্নহীন পথে ।
এবং এখানে আমি গল্প বলছি -
কোথায় ছিলাম ,
এবং কেন ,
এবং কী অবস্থায় ?
যখন বাতাসের মধ্যে ঘুরে দাঁড়াই
একটা সাড়া কানে বাজে-
পরিত্যক্ত সময়ের সাড়া
যখন আমার পৃথিবী ধুলো হয়েছিল
এবং অণির্বাণ আগুন,
গাছ থেকে আলো সরে গিয়েছিল
এবং অনেক মৃত মানুষ ছিল নদীতে
এবং বনভূমিতে-
এবং আরও অনেক মানুষ শুধু হাঁটছিল
অনবরত হাঁটছিল ।
অবশেষে ফিরে এলাম ।
একটি নতুন হৃদয় পেয়েছি
জীবনের কোমল কম্পনকে ধরে রাখবার জন্য ,
এখানে যদিও কেউ নেই -
তুমি নেই অথবা অন্য কেউ ,
কিন্তু আমার সব কিছু আছে-
সময়ের অনেক গভীরে ডুব দিয়ে
আমি আমার স্বদেশকে পেয়েছি ॥
.....সৈয়দ আলী আহসান
(মুক্তিযুদ্ধের উপর লেখা আমার পড়া আরেকটি শ্রেষ্ট কবিতা,১৬।১২।১৬, পুরোনো ঢাকা )
©somewhere in net ltd.