নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে নদীর পানি। তবে নদীর মাছ তো আর বরফে জমে যায়নি। তাই এখন সেই মাছ ধরার উৎসবে মেতেছে লাখো মানুষ। এই উৎসব স্থানীয়ভাবে আইস ফিশিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। মাছ ধরার জন্য আয়োজকেরা ১৪ হাজার গর্ত খুঁড়েছেন। ছবিটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হেচসান নদী থেকে আজ শনিবার তোলা।ছবি: রয়টার্স
গর্তে বড়শি ফেলে মাছের অপেক্ষায়। ছবি: এএফপি
তিন সপ্তাহব্যাপী চলবে মাছ ধরার এ উৎসব। ছবি: এএফপি
মাছ শিকার করতে পেরে বিজয়ের হাসি। ছবি: এএফপি
বরফের নিচে পানিতে বেঁচে থাকলেও বরফের ওপরে আসার কিছুক্ষণের মধ্যে ঠান্ডায় মাছ জমে যাচ্ছে। ছবি: এএফপি
মাছ শিকারের জন্য গর্তে সতর্ক নজরদারি। ছবি: এএফপি
আইস ফেস্টিভ্যালে হাত দিয়ে মাছ ধরারও ছিল আয়োজন। সেখানে একজন সফল হয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। ছবি: রয়টার্
©somewhere in net ltd.