নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

বরফে মাছ ধরা

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে নদীর পানি। তবে নদীর মাছ তো আর বরফে জমে যায়নি। তাই এখন সেই মাছ ধরার উৎ​সবে মেতেছে লাখো মানুষ। এই উৎ​সব স্থানীয়ভাবে আইস ফিশিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। মাছ ধরার জন্য আয়োজকেরা ১৪ হাজার গর্ত খুঁড়েছেন। ছবিটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হেচসান নদী থেকে আজ শনিবার তোলা।ছবি: রয়টার্স
গর্তে বড়শি ফেলে মাছের অপেক্ষায়। ছবি: এএফপি
তিন সপ্তাহব্যাপী চলবে মাছ ধরার এ উৎ​সব। ছবি: এএফপি
মাছ শিকার করতে পেরে বিজয়ের হাসি। ছবি: এএফপি

বরফের নিচে পানিতে বেঁচে থাকলেও বরফের ওপরে আসার কিছুক্ষণের মধ্যে ঠান্ডায় মাছ জমে যাচ্ছে। ছবি: এএফপি

মাছ শিকারের জন্য গর্তে সতর্ক নজরদারি। ছবি: এএফপি
আইস ফেস্টিভ্যালে হাত দিয়ে মাছ ধরারও ছিল আয়োজন। সেখানে একজন সফল হয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। ছবি: রয়টার্








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.