নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
আমি জিতলে হারবে অন্যকেউ
তাই জিততে চাইতাম না
একথা আমি জানতাম,
নিজেকে বারবার বলতাম
আজ জীবনের কাছে হেরে যেতে দেখে বুঝলাম,
আমিও জিততে চেয়েছিলাম |
আমার দুঃখ কষ্ট গুলো জানাল
জেতার মত হিস্রতা,
আর ভোগ করার মত লোভ
আমারও ছিল |
বিশ্বাস কর! আমি ইচ্ছা করে ভুল কিংবা পাপ করিনা |
বিশ্বাস কর!আমি পাপের সজ্ঞাও জানি না |
তবে হ্যাঁ, জীবনকে ভালোবাসতাম খুব ই কম,
যেমনভাবে ভারীমেঘ বৃষ্টিফোটাকে |
জীবন তরী নিয়ে আমি বেশ উদাসীন |
যেকোন ঝড় কিংবা জলোচ্ছ্বাসে
ডুবে যাবো নিশ্চিত |
তবে যদি তুমি আমার রাহবার হও,
আমাকে আলোর পথ দেখাও,
তবে হয় তো সাহস করব
ঘাটে ভীড়ানোর, নচেৎ নয় |
আমার তরী খানা ডুবাবে
অথবা ভাসাবে
তাতো তোমারই হাতে
ওগো, রুপালী মানবী |
[উৎসর্গঃ রুপালী মানবীকে, ২০.০১.১৬,ঢাকা|]
©somewhere in net ltd.