নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

"বন্ধুত্ত্ব"

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

আজ সেদিন কোথায় !
যেদিন গুলোতে ছিল তোমাতে আমাতে,
কত হৃদ্যতা ! কত প্রেম !
কত সে সুবাশ কত সে আভাস!
কত যে ভালোলাগা !
কত হৃদয় জাগানিয়া গল্প,
আর কত সে প্রহর বিতর্ক
হায়! সে আজ কোন কল্পলোক,
যেন বিম্বিসার অশোকের তলা,
যেন নিগুঢ় আধাঁর, যায় না চেনা |
বন্ধু বড় দুর্দিনে পাশে এসেছিলে
ছিল না যখন পাশে কেউ
কাঁধে হাত রেখে বলেছিলে
অংশী হবে মোর দুঃখ আর কষ্টের!
নিজেকে করবে বিলীন বন্ধুত্ত্বের মাঝে
করলে নিজেকে উদার আকাশ
বন্ধুত্ত্বের টানে |
বন্ধু! তোমাকে নিয়ে যেন গর্ব করি,
সময়ের অন্তিম পর্যন্ত |
জীবন তখনি বড় হয়ে উঠে
যখন ভাবি তুমি আমার বন্ধু বটে |
পাশে থাকিও আজীবন
রাখিও মোরে পাশে,
দুঃখ-কষ্ট-সত্য যাই আসুক
সমান ভাগ করে নেব সে |
বন্ধুত্ত্বের চেয়ে অধিক হৃদ্যতা
খুঁজে না পেয়ে শেষে,
গাইলাম বন্ধুত্ত্বের বিজয়গীতী
বন্ধু হৃদয়ে বসে|
.
.
[ উৎসর্গঃকয়েকজন বন্ধু পাগল মানুষকে ২২.০১.১৬,ঢাকা]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.