নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

বসন্তের উদ্ভুদ যাদুকর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৬

খুব পরিচিত একজন
আমার বিরুদ্ধে মারাত্নক অভিযোগ এনেছেন
খুবই মারাত্নক…
এ অভিযোগ এড়ানো বড় দায়
তাঁর অভিযোগ,আমি নাকি হাসি না!
মন আমার সব সময় বর্ষার আকাশ
অবশ্য এ অভিযোগের কারণ
তার সামনে বর্তমান।
যখন একজন লোকের সামনে উপযুক্ত কারণে
কেউ হাসতে হাসতে গড়াগড়ি খেলেও
যদি সে লোকটির হাসি আসে না ,
কিংবা মিস্টার বিন দেখেও
যখন হাসি আসে না তখন
এ অভিযোগ বোধ করি যুক্তিযুক্ত ।
আমি অভিযোগ শুনি
আর হেসে কুটি কুটি।
অভিযোগের যথার্থতা আছে, তাই
অভিযোগের কারণ অনুসন্ধানে আমি পেলাম
আসলেই খুব একটা হাসি আসে না
কেন জানি না।
খুব খেয়াল করে দেখলাম
আমি তো হাসতেই ভুলে গেছি,
যা হাসি তা তো কেবল আর্টিফিসিয়াল,
এতো কিছুর পরও কেমন যেনো আজ হাসতে ইচ্ছে হলো ….
বসন্ত এসেছে আজ দুয়ারে আমার
হাসাতে নাকি অভিনয় করাতে জানি নে !
এতোটুকু তো জানি
এ বসন্ত নহে আমা লাগি
যে কিনা ভুলতে বসেছে হাসির আভা
এ আভাতে রাঙ্গাবো নাকি জীবন আমার
নাকি অভিনয়ে রাঙ্গিয়ে দেবো অন্যের সুখে
অভিনয়ে পার করবো আরো কিছু সময়
এ নাট্যমঞ্চে আমি এক উদ্ভুদ যাদুকর অভিনেতা ।
হায়!কে না চায় ! হাসিতে-খুশিতে
মিলন-বিরহে একা একা নিভৃত মনে
সুখের সন্ধান করে ফিরতে ?
কাঁদুক হৃদয় কাঁদুক!
তবু যেনো হাসি মাখামুখ দেখে পরাণ জুড়ায়
মোর আপনজনেরা ।
বসন্ত এলো আজ মোর মনতপবনে,
এলো তাঁর কামিনী রুপের আগুনে পুড়াতে ,
তবে হায় তার যাকে সাড়া দিতে
মন দিল না সায়
আর আমি নিরুপায়।
এভাবে হয়তো কেটে যাবে অযুত বছর
হয়তা তারচে বেশি কিংবা আরো কিছু কম সময়
সেদিন মনে হবে একটি গান,
আমার অতীতের সেই তান মোর হৃদয়ে
গুমড়িয়া মরিবে হেথা, পড়িবে মনে
মৃয়মান আভরনে হায়!
সেদিনও জীবনে বসন্ত এসেছিল,
কিন্তু ডাকেনি কোকিল...
হৃদয়ের বাগানে ফুটেনি
আসমানি ফুল !
সুগন্ধির মত ভালোবাসা মিশে গেল
ভোরের বাতাসে !
আর বোকার মত
আমি পড়ে রইলাম শুধু

(উৎসর্গঃযিনি এই পরম সত্য অভিযোগটি করেছেন , আমার বিরুদ্ধে ! ১৩.০২.১৭, ১লা ফাল্গুন,পুরোনো ঢাকা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.