নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

বিরহে মাখা মধুর ভালোবাসা !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

জয়ন্ত- ভালোবাসি ভালোবাসি ভালোবাসি কথাটির মাঝে
লুকিয়ে আছে কিছু স্বপ্ন আর কিছু আঘাতের বেদনা,
লুকিয়ে আছে সময়ের কিছু স্মৃতি আর দুঃখের উৎসব
লুকিয়ে আছে তোমার সাথে আমার কিছু অভিমান ।
ক্যামেলিয়া– তোমার কথায় আজকাল আমি বিরহের গন্ধ পাই
কি ভাব তুমি আমাদের নিয়ে, বল তো ?
আমরা কি এবাবে কাটাবো সারাটি জীবন, নাকি এক ছাদের নিচে থাকা হবে
তোমার কি হলো,? কথা বলো?
জয়ন্ত- কি বলবো বলো ?এক ছাদের নিচে না হোক এক আকাশের নিচে তো থাকবো ,আমার কাছে যে বিরহটাই ভালো লাগে
ভালো লাগে দুঃখের সাথে বসবাস
ভালো লাগে অভাববোধ আর চিরবিরহের অবসাদ !
জানো তো কিছু মানুষের জীবন রবীঠাকুরের শেষের কবিতার মতো
না পাওয়ার তীব্র বেদনাই তো ভালোবাসা ।
ক্যামেলিয়া- বড় উদ্ভুত তুমি আর তোমার মন
সেই কবে থেকে আমরা যুগলবন্দি
আর তুমি কিনা বলছ তোমার বিরহ চাই ?
এটা তোমার স্ববিরোধী অবস্থান নয় কি?
জয়ন্ত- জানো তো ভালোবাসা তো বিরহে জীবিত থাকে ! জানো না ?
তুমি কি চাও না আমাদের প্রেম জীবিত থাকুক কালের অন্তীম পর্যন্ত?
কালের পথচলায় যেন হারিয়ে না যাই, এই শুধু চাই
তুমি কিছু বলবে ক্যামেলিয়া?
ক্যামেলিয়া- আমিও চাই আমাদের প্রেম কালজয়ী হোক
হোক মৃত্যুঞ্জয়ী আর হোক আপন মহিমায় ভাস্মর !
তাই বলে বিরহ ছাড়া কি কোনো পথ নেই ?
আর কি কোনো পথ খোলা নেই আমাদের সামনে
যে পথে মিলনের সাথে থাকবে চিরঞ্জীবীতার স্বাদ?
জয়ন্ত- প্রসব বেদনা সহ্য না করে কেউ কি মা হওয়ার স্বাদ পেতে পারে?
তৃষ্ণা কাতর না হলে কি পানি পানে অমৃতের স্বাদ লভা সম্ভব?
তুমি ভেবে বল তোমার কি চাই ?
চির স্মৃতিময়ী প্রেমের সতেজতা নাকি মিলনে মলিন ভালোবাসা?
কি চাই তোমার ?
ক্যামেলিয়া -বিরহে মাখা মধুর ভালোবাসা ।


(উৎসর্গঃ ক্যামেলিয়াকে, ১৪.০২.১৭, পুরোনো ঢাকা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.