নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
মাঝে মাঝে মনে হয়
চলে যাই দূরে কোথাও
যেখানে কোথাও নিবেদন করা যাবে না প্রেম কিংবা
যেখানে থাকবে না এমন কেউ যাকে প্রেম নিবেদন করা যায়
আজকাল প্রমিকারা বড় বেয়ারা হয়েছে
প্রেমাঞ্জলি দেয়ার আগেই সাবধান করে!
জীবনে কোনোভাবেই সে এ অঞ্জলি গ্রহণ করবে না!
মনেহয় প্রেমহীন পৃথিবী কেন ঈশ্বর সৃষ্টি করলেন!
কিন্তু যখন আমি মরুভূমিতে যাই তখন দেখি
সূর্য তাপ আর ভুমির প্রেমের ফল মরুভূমি
সবুজ উদ্যানে দেখি বৃষ্টির সাথে সবুজের প্রেম!
সমুদ্রে দেখি জল আর লবনের মিতালী
তবে কেন আমি বাকী থাকব সৃষ্টিতে
কেন বঞ্চিত হব প্রেম থেকে
অনবরত ভিক্ষা না পেলে ভিক্ষুক একদিন
ডাকাত হওয়ার চেষ্টা করবে
আমিও প্রেম না পেয়ে একদিন দিন ডাকাত হবো !
(উৎসর্গ: তাঁকে, ওয়ারী, পুরোনো ঢাকা, ১১.০৯.১৮)
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
সত্যের সারথি সাদেক বলেছেন: ধন্যবাদ কবি !
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সনেট কবি বলেছেন: বেশ।