নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

ভা‌লো আছি বেশ

১৫ ই জুন, ২০২১ সকাল ১০:০৮


মাথার উপর তপ্ত রোদ,
কাঁদে অ‌ফিস
এক হা‌তে বুয়ার রান্না
অন্য হা‌তে ছাতা
ফুটপাত দখল,
চিপা চাপা দি‌য়ে কোন রকম হাঁটাচলা
ফুটপা‌তে চাওয়ালার হাঁকডাক,
‌রিকশা মটরসাই‌কেল গা‌ড়ির হর্ণ,
রাজশাহীর আম
‌দিনাজপু‌রের বোম্বাই লি‌চু
‌ছে‌লে‌টির হাত ধ‌রে হাঁটা সুন্দরী মে‌য়ে
স্বামীর সা‌থে পথচলা শিশুসহ নারী
গরম পা‌কোড়া-ঠান্ডা সমুছা
মাই‌কে মস‌জি‌দের জন্য চাঁদা কা‌লেকশন,
‌গার্লস স্কু‌লের সাম‌নে বেকার ছে‌লে‌টির অড্ডিাবা‌জি
৩০০ টাকার লাইট ১০০ টাকায়
কা‌রো বা এই মামা যা‌বেন?
ব্যা‌চেলর, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল
মাথা ব্যাথা, পা‌রিবা‌রিক কলহ
মাস শে‌ষে পকেট গ‌ড়ের মাঠ
কা‌নে ইয়ার‌ফোন লা‌গি‌য়ে
প্রে‌মিকার সা‌থে ফিসফাস
‌প্রে‌মিকার সা‌থে সামান্য কথায় রাগারা‌গি
এই‌তো জীবন
ভা‌লো আছি বেশ।


পু‌রান ঢাকা
০৪/০৬/২১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.