নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
মাথার উপর তপ্ত রোদ,
কাঁদে অফিস
এক হাতে বুয়ার রান্না
অন্য হাতে ছাতা
ফুটপাত দখল,
চিপা চাপা দিয়ে কোন রকম হাঁটাচলা
ফুটপাতে চাওয়ালার হাঁকডাক,
রিকশা মটরসাইকেল গাড়ির হর্ণ,
রাজশাহীর আম
দিনাজপুরের বোম্বাই লিচু
ছেলেটির হাত ধরে হাঁটা সুন্দরী মেয়ে
স্বামীর সাথে পথচলা শিশুসহ নারী
গরম পাকোড়া-ঠান্ডা সমুছা
মাইকে মসজিদের জন্য চাঁদা কালেকশন,
গার্লস স্কুলের সামনে বেকার ছেলেটির অড্ডিাবাজি
৩০০ টাকার লাইট ১০০ টাকায়
কারো বা এই মামা যাবেন?
ব্যাচেলর, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল
মাথা ব্যাথা, পারিবারিক কলহ
মাস শেষে পকেট গড়ের মাঠ
কানে ইয়ারফোন লাগিয়ে
প্রেমিকার সাথে ফিসফাস
প্রেমিকার সাথে সামান্য কথায় রাগারাগি
এইতো জীবন
ভালো আছি বেশ।
পুরান ঢাকা
০৪/০৬/২১
©somewhere in net ltd.