![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা "কিন্তু" যেন থেকেই যায়....
.
ভিডিওটা ভাল করে দেখেছেন কিনা জানি না, তবে যারা অভিনয় করেন তারা অভিনয়ের চোখ দিয়ে দেখবেন দয়া করে। আমি অভিনয় করি বলেই অভিনয় ধরতে পারি...
.
এভাবে ১৩টা ছেলেমেয়েকে নিয়ে এতবড় নাটক না করলেও চলত.. কি দরকার ছিল? একটা টিভির ব্রডকাস্টিং ম্যানুয়াল বাড়ানোর জন্য এতটা নিচে না নামলেও চলত...
বাই দ্য রাস্তা, এভাবে হাস্যকর কিছু উত্তর দেওয়ার জন্য ওদের খুজে পেলেন কোথায়? ভাত নাকি সবগুলো টিপে দেখতে হয় না, একটা টিপলে হয়। এই ১৩জনকে দেখিয়ে আপনারা কি বুঝাতে চান বাংলাদেশে সব স্টুডেন্ট এমন মুর্খ? একজনও সঠিক উত্তর দিতে পারেনি, মানে কি? মগের মুল্লুকে বাস করছি ভাই?
.
আরে ভাই, অভিনয় করিয়ে ব্রডকাস্ট বাড়াবেন ভাল কথা, বিশ্বাসযোগ্য কিছু অভিনয় করান না, একটা নার্সারীর ছেলেও পারবে বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে.... আর আপনাদের এই তথাকথিত সাক্ষাতকার নেওয়া স্টুডেন্টরা কি শুধু পারে না??
.
মাছরাঙা টেলিভিশন সংশ্লিষ্ট কেও থাকলে উত্তর দিয়ে যাবেন...
২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯
বেচারা বলেছেন: আপনার বিকল্প বিতর্কটির বেশ যুক্তি আছে।
৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৯
সিলা বলেছেন: ঠিকি বলেছেন বাংলা দদেশের লিখা পড়ার মান আগের থেকে খারাপ হয়ে গিয়েছে ঠিকাছে কিন্তু তাইবলে একেবারে সবাই ডালাও ভাবে এতই বেয়াক্কেল হয়ে জায়নাই যে এমন সাধারন প্রশ্নের একটা উত্তর ও ঠিক মত দিতে পারবেনা।
৪| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৬
বন্দী কন্ঠস্বর। বলেছেন: আপনার ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ থাকলে, আপনার আশেপাশের সদ্য পাশ করা ১০ জন ছাত্রকে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করুন।আশা করি সত্যতা পাবেন।
আমার ধারনা,ওখানে ১৩ জন ছাত্রদের মধ্যে যারা যে প্রশ্ন পারেনি,সেটাই প্রচার করেছে।যারা পেরেছে,তাদেরটা প্রচার করেনি।এখানে মাইন্ড খাওয়ার কিছু নাই, এখনকার পোলাপানের যেরকম অবস্থা, আপনিও এরকম ১০ জনকে প্রশ্ন করলে, হয়তো ৫ জনই পারবে না।
http://www.somewhereinblog.net/blog/bondikonthosor1/30137094
৫| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩
তাসজিদ বলেছেন: You can read this one.
৬| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:২০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার কি মনে হয় শুধুমাত্র ১৩ জনকে প্রশ্ন করা হয়েছিল। উত্তর হচ্ছে না। আরো অসংখ্য ছাত্রছাত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে যারা উত্তর দিতে পারেনি তাদের সামনে আনা হয়েছে। মুলত: শিক্ষা ব্যবস্থার দুরবস্থাকে সামনে আনার জন্য। এরা যদি কোন রকমে পাশ করতো তাহলে কথা ছিলনা। কিন্তু এরা জিপিএ ৫ ধারী। ব্যক্তিগতভাবে জানি বলেই উত্তর দিলাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: নাটক সর্বত্রই।