![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আমি রাষ্ট্রদ্রোহী, আমার ফাঁসি চাই..
-আমি তিরিশ লক্ষ ভাইয়ের রক্তের মূল্য দিতে জানিনি, আমার ফাঁসি চাই..
-আমি দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বদলে বর্তমান সময়ে মা-বোনকে সম্মান দেইনি, আমার ফাঁসি চাই..
-আমি ৯মাস রক্তে রঞ্জিত হওয়া রাজপথে কাওকে নিরাপত্তা দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
-আমি ২৬শে মার্চকে শুধু মার্চেই সীমাবদ্ধ রেখেছি, আমার ফাঁসি চাই..
- আমি ১৬ডিসেম্বরের বিজয়ের কথা স্মরণে রাখিনি, আমার ফাঁসি চাই..
- আমি সেই রাজাকার-দেশদ্রোহীদের বিরুদ্ধে রা উচ্চারন করতে পারিনি, আমার ফাঁসি চাই..
- স্বাধীনতার দলিল আমার পাশের দেশের জাদুঘরের শোভা বৃদ্ধি করলেও আমি তা আমার দেশে আনতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি বাংলার মুল্য দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
-আমি আমার দেশের সম্পদ আমার দেশে রেখে দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি আমার মাটিকে, পানিকে, বায়ুকে আমার বলে দাবি করতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমার দেশে সন্ত্রাস রুখতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি অসাম্প্রদায়িক হইনি, আমি অতিসাম্প্রদায়িক হয়েছি, আমার ফাঁসি চাই..
.
.
সর্বোপরি, আমি আমার, আমার দেশের জনগনের, মুজিব, জিয়া, ওসমানী সহ সব মুক্তিযোদ্ধাদের ফাঁসি চাই....
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৯
সত্য শিকারী বলেছেন: সত্যের তাড়না আমাকে উদ্বেলিত করে..
দোয়া চাই যেন সারাজীবনই করে, ফাঁসির পুর্ব পর্যন্ত...
২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১১
আহলান বলেছেন: আপনে কি রেন্টু হইলেন নাকি?
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১০
সত্য শিকারী বলেছেন: আমি রেন্টু হইনি, তবে রেন্টু আমার চোখ খুলিয়েছে..
৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২২
সুব্রত দত্ত বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে কারা?
আজ জেগেছে এই জনতা।
আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফাঁসির বদলে 'উন্মাদ' বলে ক্ষমা করে দিবে বোধ হয়। তবে শেষ লাইনটা একটু এডিট করলে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা থাকত।
বি.দ্র.: আমি কিন্তু আপনাকে ব্যঙ্গ করিনি। আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত। এবং ঐ অভিযোগ দেখিয়ে আমার ফাঁসির রায় দিলে আমি মেনে নিব। দুঃখ একটাই 'রক্ষক যখন ভক্ষক হয়'। আমাদের মুক্তিযুদ্ধ ও তার ইতিহাসকে রাজনৈতিক দলগুলো বাজারি পণ্যের মতো ব্যবহার করে।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১২
সত্য শিকারী বলেছেন: এডিট করে আমি এমন দেশের মন্ত্রীত্ব চাইনা, যে দেশে এতসব ব্যর্থতা থেকে কেওওই মুক্ত না...
৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯
ডঃ এম এ আলী বলেছেন: এমন এক জন দেশ প্রেমিক যদি বলে ফাঁসি চাই আমরা কোথাই যাই । খুব দারুন হয়েছে এবার যদি দেশবাসির টনক নরে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৩
সত্য শিকারী বলেছেন: যদি টনক নড়তো!!!!
৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৫
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: সবার বিবেগের ফাঁসি হয়েছে,আপনার বিবেগ জাগ্রত,ধন্যবাদ লেখককে
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২০
সত্য শিকারী বলেছেন: ধন্যবাদ, তবে শুধু আমার না, সবার বিবেক জাগ্রত হোক, এই আশাই করছি...
৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৮
বিজন রয় বলেছেন: সত্যের তাড়না আমাকে উদ্বেলিত করে..
আপনার এই কথাটি আমার মনে থাকবে।
আপনার জন্য শুভকামনা করি সবসময় সত্যের পথে থাকুন।
আন্তরিক ধন্যবাদ।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২৩
সত্য শিকারী বলেছেন: আপনাদের শুভকামনা আমাকে সত্যের পথে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশা করছি... দোয়া করবেন।
৭| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কি হবে আর ফাসি চেয়ে
হিরকা রাজার দেশে
ফাসির রশি মোটা বলে
পড়বে অন্যে গলে শেষে!!!!
আপনি যাবেন বেঁচে
মরার চেয়ে বেশী জ্বালা বুকে!!
ইস্রাফিলের শিঙ্গা হাতে পেলে
এক ফু দিতাম- উড়ে যেত সকল অনাচার
মিনিমাম মনুষত্ব্যবোধ জেগে উঠুক সকল মানুষ।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:০৮
সত্য শিকারী বলেছেন: লক্ষ্য আমার সত্য জানা
আর বিলানো সব লোকে,
ভুলগুলো সব ধরিয়ে দেওয়া
ভক্ষক হওয়া রক্ষকে।.
.
কবির ভাষায়, আজ আসিনি
ফেলতে চোখের জল,
স্বাধীনতা দে ফিরিয়ে
নাহয়, ফাঁসিই দিবি বল...
৮| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
কেউ বাধা দিচ্ছে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: এত খেপলেন কেন?