নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই সত্যের পথে...

সত্য শিকারী

শুধুই সত্যের পথ

সত্য শিকারী › বিস্তারিত পোস্টঃ

একজন শিক্ষানবিস ব্লগারের আর্তনাদ!!

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

(দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মডারেটর, সিনিয়র ব্লগার ও ব্লগ সংশ্লিষ্ট সকলের)
.
আগে আমার পরিচয়টা দিয়ে নেই,
ব্লগে আছি দুই সপ্তাহের কিছু বেশি, বয়স খুবই কম, নাগরিক হওয়ার যোগ্যতা পেয়েছি ৩মাস আগে, বয়সে বলেন আর অভিজ্ঞতায় বলেন সবার চেয়ে ছোট আমি।
.
একটা তাড়নায় ফেসবুক ছেড়ে ব্লগে আসা, খুব ইচ্ছা ছিল দেশের সব চিন্তাশীল মানুষদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে দেশকে কিছু একটা দিয়ে যাব। ফেসবুকেও করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে ফেসবুকে যেমন আজাইরায় ভরে গেছে তেমনটা ব্লগ না। এখানে সব চিন্তাশীল ও দেশপ্রেমিক মানুষই আছে। কোন আবাল বা আজাইরা মানুষ এখানে নাই।
.
.
আমার ধারনা ভুল ছিল কিনা জানিনা, কিন্তু যা দেখছি এই ব্লগ সমাজে আমাকে সত্যই পীড়া দিচ্ছে প্রচন্ড।
যেভাবে একজন অন্যজনকে টিটকারি আর সমালোচনায় জর্জরিত করছেন, প্লিজ বন্ধ করুন এসব। আমরা সুস্থ মস্তিষ্কের মানুষদের ব্লগ চাই। সর্বোচ্চ গঠনমূলক সমালোচনা করুন।
প্লিজ, হাত জোড় করছি, আমরা যারা শিক্ষানবিস, আমাদের নিরুৎসাহিত করবেন না।
প্লিজ, সত্যিই আমরা খুব নিরুৎসাহিত হচ্ছি.....
.
সবার নিজের মত প্রকাশের অধিকার আছে, তার মতের বিরুদ্ধে আপনি সর্বোচ্চ তার যুক্তির মাধ্যমে সমালোচনা করতে পারেন, কটু ভাষায় না।
.
আশা করি আমাদের আবেদনে হতাশ করবেন না।
.
.
.
-ইতি
আপনাদের এক ছোট ভাই।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: ধৈর্য্য ধরুন, অত বিচলিত হবে না।
ব্লগে অনেক খারাপ ব্লগার ওরকম আসে আর যায়।
শুধু ভাল ব্লগাররা থেকে যায়, তাদের সান্নিধ্যে থাকুন।

শুভকামনা।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫

সত্য শিকারী বলেছেন: শুধু দোয়া করবেন

২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম! কিছু ব্যাপার আছে যেগুলো এড়িয়ে চলাই শ্রেয়।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬

সত্য শিকারী বলেছেন: সর্বোচ্চ চেষ্টা করব, ইনশা আল্লাহ

৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: স্বাগতম হে.....!

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৭

সত্য শিকারী বলেছেন: শুকরিয়াহ

৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: তা বেশ, কিন্তু সহনশীলতাও একটা বড় গুণ। আরো কিছুদিন ধৈর্য ধরে সবকিছু পর্যবেক্ষণ করুন, ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন, কোথায় কী পড়তে হবে, কী বলতে হবে, কী উপেক্ষা করতে হবে আর কিসে মনোনিবেশ করা যাবে, ইত্যাদি ইত্যাদি।
ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার অবস্থান দীর্ঘস্থায়ী হোক, স্বচ্ছন্দ হোক, ফলপ্রসূ হোক!

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৫

সত্য শিকারী বলেছেন: আল্লাহ আমাকে তাওফিক দান করুন

৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

আউলাঝাউলা পাগল বলেছেন: পৃথিবীতে মানুষের জন্মলগ্ন থেকে সত্য শিকারীরা আজ অব্দ টিকে আছে, হয় মানুষের মনে অথবা ইতিহাসের পাতায়। আর পরচর্চাকারী,হিংসুক,খারাপ ব্যাক্তিরা হারিয়ে যায় কালের অতল গভীরে।

ব্লগিং এর বিশাল দুনিয়ায় আপনাকে স্বাগতম। আশাকরি সকল কিছু অতিক্রম করে আপনিও টিকে থাকবেন এই জগতে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৯

সত্য শিকারী বলেছেন: :)

৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনি তো প্রথমেই ভুল ধারনা করে এরপর ব্লগে আসছেন। ব্লগ কি সমাজের বাইরের মানুষদের কিছু?

ব্লগ সমাজেরই একটা আয়না। এইখানেও সব ধরনের মানুষ পাবেন। আলোকিত মনের, অন্ধকার মনের, প্যাচানো, ত্যাড়া, সরল সব ধরনের।

রাস্তায় হাটার সময় আপনি ক্যাচাল গালাগালি শোনেন না? নিম্নবিত্ত মানুষের স্বাভাবিক খিস্তি শুনছেন কখনো? বা ধনীদের তাদের অধীন কর্মচারীদের সাথে আচরণ দেখেননাই? সমাজে যেমন সেইসব আছে, এইখানেও থাকবে।

আপনি চাইলে সেইদিকেও যাইতে পারেন, নাহলে এড়াইতেও পারেন। সিদ্ধান্ত আপনার। কেউ জোর করে আপনাকে কিছুতে টানবে না। আবার আপনার চরিত্র যদি অন্ধকারেই আগ্রহ বেশি খুঁজে পায়, তবে ভালো পোস্ট বাদ দিয়ে কেবল ক্যাচাল পোস্টেই বেশি যাবেন। একটূ দেখে আসবার ইচ্ছা দমন করতে পারবেন না। সেরকম হলে বলতে হবে আপনার নিজের মধ্যেও অন্ধকার বিদ্যমান। আর এই কান্না, মায়াকান্না ছাড়া আর কিছুই না।

ব্লগে শতশত পোস্ট। ক্যাচাল পোস্ট দুইতিনটা। আপনার বাকী পোস্টগুলো হালকা ঘুরে আসলেই সেদিকে নজর যাবার তেমন কথা না। ভালোটা নিয়েই থাকেন। আমরা ক্যাচালবাজেরা ক্যাচাল করি, তাতে আপনার খুব বেশি কিছু আসবে যাবে না।

আপনার সিদ্ধান্ত আপনার হাতে।

ব্লগিং আনন্দের হোক। :)

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:২২

সত্য শিকারী বলেছেন: ধন্যবাদ জনাব

৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০

সাহসী সন্তান বলেছেন: দুই সপ্তাহের মধ্যে ব্লগে আইসা আপনি সব কিছু বুইজা গেলেন ক্যামনে? আমরা যে বছরের পর বছর কাটিয়েও ব্লগের 'ব'ও জানতে পারলাম না? অবশ্য এটা ঠিক যে, আপনি যে দুই সপ্তাহ ব্লগে এসেছেন সেই দুই সপ্তাটাই কেটেছে বিভিন্ন ক্যাচাল, আর কামড়া কামড়ির মধ্য দিয়ে!

তবে ব্লগে খারাপের পাশা পাশি ভালরাও আছে। আপনার যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ক্যাচালকে ইগনর করে ভালদের সাথে মিলে মিশে ব্লগিং করুন। তাহলেই ব্লগিংটাকে উপভোগ করতে পারবেন!

পরিশেষে আপনার ব্লগিং জীবন সুন্দর হয়ে উঠুক.....!! !:#P

৮| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

সুব্রত দত্ত বলেছেন: ব্লগে আমিও এসেছি সপ্তাহ দুই। আপনার অনুভূতির সঙ্গে কিছুটা মিল আছে। তবে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছি সবকিছু। নিঃসন্দেহে দুনিয়াতে ভালো খারাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্ধকারের অস্তিত্ত্ব দিয়ে আলোকে চিনতে পারি। সবাই যদি একই ধাঁচের হত, তবে কিছুই বুঝে উঠতে পারতেন না। তবে এটা সত্য যখন কোন পোস্ট দিবেন তখন হয়তো আপনার সর্বোচ্চ দিয়ে পোস্টটাকে উন্নত করতে চাইবেন দেয়ার পরপরই মন্তব্যে যখন নিরেট গালি বা অপমান করা হবে তখন দুঃখ পাবেন। মনে রাখবেন দুঃখের মতো ব পরশ পাথর আর নাই। বইপুস্তকের কথা বলে বাক্যটিকে অনেকে তাচ্ছিল্য করে কিন্তু সত্যি বলতে দুঃখ আমাদের বড় শিক্ষক। আর লক্ষ করবেন, আগুনে কেবল ময়লা আর্বজনাই পুড়ে ছাই হয়, খাঁটি জিনিস আগুনে পুড়ে আরো খাঁটি হয়। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে সত্যের অভিমুখে পরিভ্রমণ। আপনি সত্য শিকারী। আপনাকে অনেক দুঃখ পার করতেই হবে।

@খায়রুল আহসান, @বৈশাখের আমরণ নিদাঘ ও @সাহসী সন্তান আপনাদের মন্তব্য আমাকেও উপকৃত করেছে। তাই অশেষ ধন্যবাদ।

৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: নিরুৎসাহিত হবার কোন কারণ নেই। ওসব অল্প কিছু, একদম না দেখে নিজের মতো করে ব্লগিং করে যান।

শুভ ব্লগিং........ !:#P

১০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:১৩

এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: কিছু জিনিস আছে যা সর্বদা এড়িয়ে চলতে হয়।
----স্বাগতম আপনাকে
শুভ ব্লগিং

১১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৩

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.