নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই সত্যের পথে...

সত্য শিকারী

শুধুই সত্যের পথ

সত্য শিকারী › বিস্তারিত পোস্টঃ

আপনার ভোট আমি দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী..

১০ ই জুন, ২০১৬ রাত ৩:১৯

অবাক হবনা সেদিন,
ভোটটা আমার চুরি হবে, কিন্তু দেশটা স্বাধীন.

.
বরাবরে
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী সরকার
.
বিষয় : আপনার ভোট আমি দেওয়ার আবেদন।
.
মাননীয়া,
আমি আপনার পরিচালনাধীন সরকার শাসিত সুন্দর দেশ বাংলাদেশের একজন নাগরিক হই। আমি নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেছি এইতো সামান্য কিছুদিন আগে। বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি এদেশের মানুষের গনতান্ত্রীক অধিকার ভোট দেওয়ার অধিকার হরণ করা হচ্ছে প্রতি নির্বাচনেই.. অনেক ভোটার ভোট দিতে গেলে দেখা যায় তাদের ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই না প্রথমবার ভোট দিতে গিয়ে যাতে আমি এমন বিব্রত অবস্থার সম্মুখীন হই। আমি শুধুমাত্র একটি ভোট দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। হয় আমারটা, নাহয় আপনারটা। জানি, আমারটা দেওয়া সম্ভব না।.
.
তাই মাননীয়ার নিকট আমার আকুল আবেদন, আপনার ভোটটি আমাকে দিতে দিয়ে ধন্য করবেন।
.
নিবেদক
সত্য শিকারী
সামহোয়্যারইনব্লগ.নেট

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ রাত ৩:৫০

শেয়াল বলেছেন: :D :-/

২| ১০ ই জুন, ২০১৬ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমর্থনে আমিও সোচ্চার হৈলাম................

৩| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

যায্যাবর বলেছেন: সমর্থনে আমিও সোচ্চার হৈলাম...............। ভোটার হইছি বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু একবারও নিজের ভোট নিজে দিতে পারিনি। আগেই কেউ আমার কষ্টটা করে ফেলেছে...। তাই অন্তরের অন্তস্থল থেকে আমি চাই আমাদের জনদরদী ............. (আরো সুন্দর সুন্দর টাইটেল)... কষ্ট দূর করে ভোট দেওয়ার অধিকার দিন, হয় আমারটা, নাহয় আপনারটা। জানি, আমারটা দেওয়া সম্ভব না।.
.
তাই মাননীয়ার নিকট আমার আকুল আবেদন, আপনার ভোটটি আমাকে দিতে দিয়ে ধন্য করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.