নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই সত্যের পথে...

সত্য শিকারী

শুধুই সত্যের পথ

সত্য শিকারী › বিস্তারিত পোস্টঃ

এবং গুজব, একটি অবরোধ ও একটি মৃত্যু :

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

নোট: M1803

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, উদ্দেশ্য বাসস্টপেজ। লোকাল বাস ধরে যাব ক্যাম্পাসে। আজ অনেক বড় ফাংশন আছে ডিপার্টমেন্টে। নবীন বরন। সেকেন্ড ইয়ারের সিআর বলে নবীন বরনের বিশাল একটা দায়ীত্ব কাঁধে। সেসব ভাবছিলাম।

পাশের স্যুট টাই পড়া ভদ্রলোকের কথায় সম্বিত ফিরে পেলাম, "ভাই, আজ নাকি ধর্মঘট? কোন বাসই নাকি ছাড়ছে না?" ভিতরে ভিতরে চমকে উঠলাম, বলে কি? তাহলে ক্যাম্পাসে যাব কিভাবে? মনের ভাবটা কিছুতেই প্রকাশ করলাম না। খুব কনফিডেন্সের সাথে বলে উঠলাম, "আরে ধুর! কি যে বলেন! এসব গুজবে কান দিয়েন না। মানুষ মানুষকে বিভ্রান্ত করে কি যে মজা পায়! দেখবেন এখনই বাস চলে আসবে।"
আমার কথার সত্যতা প্রমাণের জন্যেই বোধয় সাথে সাথে একটা বাস এসে পৌছুলো। খুব ভীড়, আসলেই আজ ধর্মঘট, যার কারনে বাস কম যাত্রী বেশি। যাক বাস আসাতে এই যাত্রায় বেঁচে গেলাম। আসলেই গুজবে কান দিতে নেই।

বাস চলতে শুরু করল, হ্যান্ডেল ধরে দাড়িয়ে আছি, দাঁড়িয়ে না ঠিক, বলা যায় ঝুলে আছি। পেছন থেকে দুই মুরব্বির টুকটাক আওয়াজ কানে আসছে। "শুনলাম সামনে নাকি ভাংচুর হচ্ছে? বাস তো বেশিদুর যাবে না, সামনের স্টপেজে নেমে হেঁটে যেতে হবে" আবার ছোটখাট একটা ধাক্কা খেলাম! বলে কি? সাথে সাথে বাম বুকে হাত দিয়ে মনকে প্রবোধ দিলাম " সব গুজব, সব গুজব, ভাংচুর হবে কেন? কিচ্ছু হবে না। "

এমন সময় কাচ ভাংগার আওয়াজে সব উত্থাল পাতাল হয়ে গেল৷ হার্ডব্রেক করা বাসের মেঝেতে আম চিৎপটাং! আমার উপর দিয়ে মানুষ দৌড়ে নামছে আর চারপাশ থেকে একের পর এক ইটের আঘাত বাসের গায়ে। ভাবলাম এও হয় নাকি? এই স্টপেজে তো ভাংচুর হওয়ার কথা না, তবুও এসব কি? আর সবাই পালায় কেন? মনকে বুঝালাম এসব সত্য না, কেও হয়তো গুজব রটিয়েছে বাসে হামলা হয়েছে। সবার মনে ভয়। গুজবে কান না দিয়ে কানে আঙ্গুল ঢুকিয়ে শুয়ে রইলাম।
হঠাৎ মাথায় কিসের যেন আঘাত, এটা কি গুজবের আঘাত ছিল? ভাবার আগেই জ্ঞান হারালাম।

চোখ খুলতেই আবিষ্কার করলাম নরম এক বিছানায়, উপরে লাইট জ্বলছে আর আশেপাশে এপ্রোন পরা কিছু মানুষ তাড়াহুড়ো করে আমার মাথায় কি যেন করছে।হঠাৎ একটা যন্ত্র থেকে চিকন একটা শব্দ এলো। এতক্ষণ বিপ বিপ শব্দ আসছিল। এপ্রোন পড়া ভদ্রলোকটি সেদিকে তাকিয়ে বড় একটি নিশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। বিছানা থেকে উঠে তার পিছু নিলাম। বাইরে বেরিয়ে দেখি ডিপার্টমেন্ট এর অনেকেই দাঁড়িয়ে আছে। ভিতর থেকে বের হওয়া লোকটি মাথা নাড়তেই সবাই একজন আরেকজনকে ধরে কেঁদে উঠল। এর মধ্যে একজন আবার কাকে জানি ফোন করে আমার নাম ধরে বলল আমি নাকি মারা গেছি। মেজাজ চরমে উঠে গেল! আমি জলজ্যান্ত দাঁড়িয়ে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে আমার নামে গুজব ছড়ায়! ওদের পরে দেখব, আগে ডাক্তার ব্যাটাকে শায়েস্তা করতে হবে। উলটা ঘুরে ভিতরে গেলাম। দরজা খুলে ঢুকতেই আমার তো অবাক হওয়ার পালা। বেডে শুয়ে আছে আমার মতো অবিকল দেখতে এক ছেলে। আমি কিছু বুঝতে পারছি না। এখানে আমাকে নিয়ে এত গুজব ছড়িয়ে যাচ্ছে আর ওরা আরেকজনকে নিয়ে টানা টানি করা শুরু করছে।

কিছুক্ষণ পর বাড়ির সবাই আসল আমার মতো দেখতে ছেলেটার দেহ ধরে কান্নাকাটি করল সবাই মিলে। তারপর নিয়ে গেল বাড়িতে। সব আত্মীয়স্বজন উপস্থিত। আমি চিৎকার করে বলে উঠলাম, "সব গুজব! আমি বেঁচে আছি। এই যে আমি কথা বলছি!!"

আমার কন্ঠ দিয়ে কোন আওয়াজ বেরোল না।

08/08/18

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুন্দর একটা গল্প পড়লাম বাস্তবতার সংমিশ্রণে।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।

ভাল লিখেছেন

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

জাহিদ অনিক বলেছেন:

আহারে !
আমাদের মৃত্যও যেন আজ গুজব হয়ে গেছে, বেঁচে থেকেই বা কি লাভ !

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ হয়ে পড়েছে অমানবিক।

৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

শামছুল ইসলাম বলেছেন: সব গুজব ।
চোখে দেখেও বিশ্বাস করবেন না । সব গুজব ।
হৃদয় বিদারক বাস্তবতার গল্প ।
গল্পে ++++ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.