নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যখন যেমন

আমার প্রতিচ্ছবি

সৌখিন

সাধ আর সাধ্যের সমন্বয়ে ব্যাতিব্যাস্ত সারাক্ষণ, এই আর কি!

সৌখিন › বিস্তারিত পোস্টঃ

পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫২

অনলাইনে অনেকদিন, ইংরেজিতে লেখা লেখি অনেক করেছি কিন্তু বাংলায় এটাই প্রথম লেখা। এ কারনেই এমন শিরোনাম দিলাম, খারাপ লাগলে নিজগুনে ক্ষমা করে দিবেন।



বাংলায় আমার প্রথম লিখা তাও আবার প্রথমেই সাহায্য চাহিয়া আবেদন, ভ্রুকুটি করলে কাউকে দোষ দেয়া যায়না। যাই হোক, সাহায্য যেহেতু দরকার অতএব লজ্জা করে লাভ নাই। সরাসরি কাজের কথায় আসি।



আমার স্ত্রীর বাগানের শখ প্রবল, কিন্তু বিধিবাম; তার বাগান করার মত জায়গাও নেই, বিশাল কোন ছাদও নেই। বারান্দাই একমাত্র ভরসা। তাই সে বারান্দাতেই বিস্তর গাছ টবে লাগিয়ে রীতিমত মিনি জঙ্গল করে ফেলেছে। আমিও প্রকৃতির ছোঁয়ায় কিছুটা স্বস্তির শ্বাস ফেলি দেখে মনে মনে তার শখকে ডাল পালা ছড়িয়ে মহীরুহ আকার ধারণ করতে সাহায্য করেছি। এ পর্যন্ত সব ভালই ছিল, তার পরই শুরু হল আরেক যন্ত্রনা; যন্ত্রণার নাম "সাপোর্ট"। এখন কি করি?



নমুনা দিই, গাছ মরে যাচ্ছে কেন? আরে কি মুশকিল, গাছ মরে যাচ্ছে কেন তা আমি কিভাবে বলব? আমি আই টি জানি; সফটওয়্যার, ওয়েবসাইট, এস ই ও, ইন্টারনেট মারকেটিং, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন হলে উত্তর দিতে পারি কিন্তু কৃষি বিদ্যায় আমার দৌড় স্রেফ কানাগলি। তাহলে উপায়?



ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আই টির লোক টুথব্রাশ কিনতেও গুগলে সার্চ দেয়। আমি আমার কাজটাই করছি, সামুতে পোস্ট দিচ্ছি (গুগলে সার্চ পর্ব পূর্বেই সমাপ্ত!)।



সমস্যাঃ এবারের বৃক্ষ মেলা থেকে কেনা এঞ্জেলিকা গাছটার পাতা ছবির মত হয়ে যাচ্ছে। কারণ জানিনা তবে পাতা এমন হলে মরে যাচ্ছে, মনে হচ্ছে পাতার মৃত্যুহার জন্মহারের চাইতে বেশী; গাছ বাচাতে কি করতে পারি? আমাদের দুশ্চিন্তা কি অমুলক?

ছবিঃ(গাছ)

ছবিঃ (পাতার)



যারা শখের বাগান করেন অথবা এ বিষয়ে পরামর্শ দিতে পারবেন, প্লীজ কমেন্টের মাধ্যমে জানান। বিশদ বিবরণ করলে ভালো হয়। আমি আবার একটু কম বুঝি কিনা।



সমস্যাঃ বীজ থেকে অপরাজিতা গাছ লাগিয়ে ছিলাম, মাশাল্লা চার চারটি চারা হয়েছে। চারাগুলো বেশ বড়ও হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এতে ফুল আসলো না। ১৮ ইঞ্চি টবে অনেক মাটি দিয়ে চারা বুনেছি, ফুল আসছেনা দেখে খুব খারাপ লাগছে। সমাধান জানা থাকলে প্লীজ জানাতে ভুলবেন না। বোঝার সুবিধার্থে আমার অপরাজিতার ছবিও দিয়ে দিলাম।



ছবিঃ অপরাজিতা

(অনেক চেষ্টা করেও ছবিগুলো এখানে প্রকাশ করতে পারলাম না, তাই লিঙ্ক আকারেই দিলাম। আনাকাঙ্খিত সমস্যার জন্য দুঃখিত।)



জীবনের প্রথম পোস্ট, তায় আবার দুই দুইটা সমস্যার সমাধান চাচ্ছি। মনে কিছু নিবেন না। সোজা কথা ঘুরিয়ে বলাটা আমার একটা বিচ্ছিরি রোগ, অনেক চিকিৎসার পরও ঠিক পুরোপুরি সারেনি। তাই আর একবার ক্ষমা, সামুর সকলকে আমার ব্লগে স্বাগত জানিয়ে শেষ করছি। কেমন লাগলো জানাতে কার্পণ্য করবেন না। ফাইনালি বিদায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.