নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই ভালো থাকতে, চাই ভালো রাখতে...

বৃষ্টি ভেজা শিকারী

সাদা মাটা জীবন আমার একদমই ভালো লাগে না, সবসময়ই নতুন কিছু করার নেশা যেন আমাকে পেয়ে বসেছে। আমি সাজানো গোছানো সপ্ন দেখতে পছন্দ করি। ও হ্যাঁ আরেকটা ব্যপার, জীবনের প্রত্যকটা মুহূর্তকে অনেক বেশি উপভোগ করতে চাই।

বৃষ্টি ভেজা শিকারী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় আছি সেই দিনের!

২৮ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪৯





আসলে এই মুহুর্তে বয়সের কোন ধারা যাচ্ছে একদম ই বোঝা যাচ্ছে না। ব্যপারটা কি আমার ই হচ্ছে নাকি, এই বয়সে সবার ই এমন হয়, সেটাও আসলে বুঝতে পারছি না।



আসলে পুরো ব্যপারটাই একটু কেমন জানি।



তোমাকে ভালো লাগে আমার প্রায় এক বছর ধরে। প্রায়ই যখন আমাদের কথা হয় তোমাকে আকারে ইঙ্গিতে সেটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আমি নিশ্চিত সেটা তুমি বুঝতেও পেরেছ। ঠিক তুমিও যে একদম কমবার চেষ্টা করো নাই এই ব্যপারে। দুইজন দুইজন কেই অনেক ভালো বুঝি, তোমার আমার বোঝা পাড়াটাও তো খুব উচ্চ মানের। আমাদের ভিতরে অনেক অনেক মিল, আছে আমাদের চিন্তাধারায় মিল, আছে আমাদের পছন্দের মিল, আছে আমাদের রুচিতে মিল, আছে আমাদের রসিকতার ভিতরে মিল, দুইজনেই যে কোন সিরিয়াস ব্যপারকে সিরিয়াসলি দেখি আর দুষ্টামি করলেও সহজেই মেনে নিতে পারি।



এত এত কিছু, তারপরেও কেনো হয় না আমাদের ভিতরকার কথাটা বলা। বুঝি না, আমি কিন্তু মোটেই বুঝিনা।



মাঝে মাঝে মনে হয়, আজকেই বলে ফেলবো ব্যপারটা তোমাকে। আবার নিজেকে তখন প্রশ্ন করি আচ্ছা আমি কি নিজেকে এখনো সম্পূর্ন ব্যপারটার জন্য প্রস্তুত করতে পেরেছি। আমি কি নিজেকে এখনও পরিপূর্ন সাজানো গোছানো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি? যদি না পারি তাহলে কি বিষয়টা এখন না করে আরো কিছুদিন পড়ে উত্থাপন করাই উচিত না? বুঝি না। আবার মনে হয়, সম্পর্কের ক্ষেত্রে আবার সাজানো গোছানোর ব্যপার আছে নাকি?



কথা আর দুষ্টামির ছলে তুমি বেশ কয়েক বার আমাকে জিজ্ঞাসাও করে ফেলেছো যে আমি কাউকে পছন্দ করি কিনা। আমি তোমাকে পছন্দ করি কিনা। কিন্তু বলি বলি করেও যে মোর বলে হলো না! কেনো যেনো পারি না তখন মুখ খুলতে, পারি না বলতে "হ্যাঁ", খুব খুব করি। মনে হয় আরো কিছুটা দিন যাক, নিজেকে আরো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নেই। আর তাছাড়া আমরা দুই জনই স্টুডেন্ট, পড়াশুনাটা একটু ট্রাক এ উথিয়ে নেই আমরা তার পরে না হয় হোক ব্যপারটা।



ঠিক কি কারনে, কিভাবে, কবে থেকে যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম বলতে পারবো না। ব্যপারটা কেমন জানি দুষ্টামির ছলেই হয়ে গেলো। নিজের সম্পর্কে আমার একটা ব্যপারে আত্মবিশ্বাস ছিল অনেক আগে থেকেই, জানতাম আমি অনেকের সাথে মজা করতে পারি, দুষ্টামি করতে পারি কিন্তু কারো প্রতি দুর্বল আমি কখনোই হবো নাহ। তারপরেও আমি কিভাবে তোমার প্রতি আশ্চর্য রকম ভাবে দুর্বল হয়ে গেলাম? এটা কি সৃষ্টিকর্তার ইচ্ছা? আমি না বুঝি না বাপারটা, একদমই বুঝি না।



তবে একটা কথা আমি হলফ করে বলতে পারবো আমরা দুইজনেই পবিত্রতায় বিশ্বাসী। আমাদের নিজেদের ভিতরটাও কিন্তু অনেক অনেক বেশী পবিত্র। আর আমাদের এই পবিত্রতাটা আসলে কোন পর্যায়ের এইটা বলে বুঝানো যাবে না।



জানি না কবে হবে আমার সেই গুছিয়ে ওঠা, আর কবে হবে তোমাকে বলার? আদৌ কি হবে কখনো বলা? আদৌ কি পারব নিজেকে গুছানোর কথা বলে এই যে কালক্ষেপন নামক বস্তুটার সমাপ্তি ঘটাতে? তবে সপ্ন দেখতে তো আর দোষ নেই। মানুষ সেই কত বড় বড় সপ্ন দেখে, আমি না হয় একটু ছোট সপ্নই দেখলাম।



আচ্ছা, আমি যেভাবে তোমার জন্য অপেক্ষা করছি, তুমিও কি সেই অপেক্ষাটা করবে আমার জন্য? জানি না ভাগ্যে কি আছে আমাদের! তবে আমি কিন্তু আমাদের সম্পর্কের ব্যপারে প্রচন্ড আবেগে বিশ্বাসী নই সেটা তো তুমিও জানো, এবং তুমিও সম্ভবত নও। এটা ধীরে ধীরে গড়ে ওঠা অনেক খানি বাস্তববাদী, সাজানো-গোছানো আর মহা পবিত্র একটা সম্পর্ক।



অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি সেই দিনের।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১১ রাত ৩:১৪

রিয়েল ডেমোন বলেছেন: সাহস করে বলে ফেলুন। /:) /:)

০২ রা মে, ২০১১ রাত ৩:২১

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ভাইয়া, সমস্যাটা হচ্ছে যে, একটু একটু আছে হারানোর ভয়, যদি....

২| ০২ রা মে, ২০১১ রাত ৩:১৬

মারুফ মুনজির বলেছেন: ভয় নাই আমরা আছি

০২ রা মে, ২০১১ রাত ৩:২৬

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, জানি আপনি আছেন, আপনারা আছেন, কিন্তু তাকেও যে থাকতে হবে।

হি হি হি ।

৩| ০২ রা মে, ২০১১ ভোর ৪:৪৩

শোশমিতা বলেছেন:
অপেক্ষা না করে বলে ফেলাই ভালো যা আছে কপালে :P :P

০২ রা মে, ২০১১ সকাল ৮:৪০

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: হি হি হি হি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই মে, ২০১১ রাত ১১:১০

অচিন রুপকথা বলেছেন: সময় থাকতে বলে ফেলুন......

৫| ০৭ ই মে, ২০১১ দুপুর ১:০৭

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: হুম, অবশ্যই বলে ফেলা উচিত সময় থাকতে। বলবো বলবো।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

৬| ১২ ই মে, ২০১১ বিকাল ৩:৫৯

শায়েরী বলেছেন: Bole felun vai
Karon se nijeo apnake ask korechy..

১২ ই মে, ২০১১ বিকাল ৫:১৫

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ঠিক আছে আপু, কিন্তু ব্যাপার হচ্ছে বলার পর থেকে ঠিক যেই ব্যাপারগুলো ঘটবে বা ঘটাতে হবে, আমি সেই ব্যাপারগুলো ট্যাকেল করার জন্য পর্যাপ্ত প্রস্তুত নই। কিছুটা সময় লাগবে, :P
যাই হোক আপনার সাজেশন এর জন্য ধন্যবাদ। :)

৭| ১২ ই মে, ২০১১ রাত ৮:৩২

মাহী ফ্লোরা বলেছেন: বলে ফেলুন ভাইয়া... :D

১৩ ই মে, ২০১১ রাত ১:৫৬

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: জিহ, অবশ্যই বলে ফেলবো, এবং অবশ্যই বলার পরে একটা পুষ্ট দিয়া আপনাদের জানিয়ে দিবো। :P

৮| ১২ ই মে, ২০১১ রাত ৮:৪৩

মাহবু১৫৪ বলেছেন: আরে ভাই, বলে দেন মনে যা আছে। ডাইরেক্ট। আর না পারলে আমারে বলেন। আমি বলে দেই। ;) ;) ;) ;)

১৩ ই মে, ২০১১ রাত ১:৫৯

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: জিহ, ভাই।
বললাম আপনাকে, অনুগ্রহ করিয়া বলিয়া দিলে বড়ই উপকৃত হইতাম। :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.