![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থীকে বিভিন্ন ভোটারের প্রশ্ন-
এমপি প্রার্থীঃ
দয়া করে আপনারা আমাকে একটা ভোট দিবেন।
গরীব ভোটারঃ
ভোটের আগে আপনি আমাদের জন্য কী দয়া করেছে? কোন খোঁজ খবর নিয়েছিলেন? দয়া করে ভোট দিতাম।
এমপি প্রার্থীঃ
গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আশা করি এবারের নির্বাচনেও ভোট দিয়ে নির্বাচিত করবেন।
কৃষক ভোটারঃ
আপনাকে নির্বাচিত করার পর বিগত ৫বছরে একবারের জন্যেও এলাকায় আসতে দেখিনি। ভোট এসেছে এসেছেন। এতো দিন কোথায় ছিলেন। যখন বন্যায় আমাদের ফসল তলিয়ে গেছে। বেশি খরচে ফসল ফলিয়ে কম দামে বিক্রি করে আমরা লোকসান গুনতে হয়েছে।
এমপি প্রার্থীঃ
আমি নির্বাচিত হলে এলাকায় বেকার ছেলে রাখবো না। আপনারা আমাকে একটি করে ভোট জয়যুক্ত করুন।
বেকার ভোটারঃ
আমরা বেকার একটি চাকুরীর জন্যে আপনার সাহায্য লাভে দ্বারে দ্বারে অনেক ঘুরেছি। আপনার কোন সাড়া পাইনি। আপনি বলেছেন টাকা ছাড়া চাকুরী হয় না। ঘুষ লাগবে।
এখন আমরা টাকা ছাড়া ভোট দেবো না।
এমপি প্রার্থীঃ
আমি অসহায় নির্যাতিত ভাই বোনদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। দয়া করে আমাকে আপনাদের মূল্য ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
অসহায় ভোটারঃ
আমরা যখন সবলের অত্যাচার নির্যাতন ভোগ করে আপনার সাহায্য প্রার্থী হয়েছিলাম। তখন আপনি আমাদের কথা শুনেনি। জুলুম বাজ নেতার কথা শুনেছেন। টাকা খেয়ে থানার দালালী করেছেন, মামলা করে পুলিশ দিয়ে ধড়িয়ে দিয়েছেন। অত্যাচারী নেতা ও পুলিশের ভয়ে অনেক পালিয়ে বেড়িয়েছি, কিন্তু তখন আপনার সাহায্য সহযোগীতা পাইনি।
এখন আপনি কোন মুখে আমাদের কাছে ভোট চাইতে এসেছেন ?
©somewhere in net ltd.