![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আতিকুল ইসলাম কুমিল্লার গর্ব, তিতাসের অহংকার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুল ইসলাম। তিনি ১৯৬১ সালের ১ জুলাই কুমিল্লা জেলার, তিতাস উপজেলার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আতিকুল ইসলাম ঢাকার বিএএফ শাহীন স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
৬ বোন ও ৫ ভাইয়ের মাঝে আতিকুল সবার ছোট। তাঁর ভাই তাফাজ্জাল ইসলাম প্রধান বিচারপতি ছিলেন। তাঁর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায় দেন। তাঁর আরেক ভাই মইনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান ছিলেন। বিডিআর বিদ্রোহের পর তাঁকে এই বাহিনীর প্রধান করা হয় এবং তাঁর আমলেই বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।
১৯৮৫ সালে আতিকুল ইসলাম তৈরি পোশাক খাতে তাঁর ব্যবসা শুরুর পর দীর্ঘ ৩২ বছর ধরে কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রত্যয়ে গড়ে তুলেছেন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সততা, নিষ্ঠা আর বলিষ্ঠ নেতৃত্বের সাথে ব্যবসা পরিচালনায় সাফল্য আর ব্যবসায়ী মহলে ব্যাপক জনপ্রিয়তায় গত ২০১৩-১৪ মেয়াদে তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হন।
আতিকুল ইসলামের দুরদর্শী, আধুনিক ও স্মার্ট দৃষ্টিভঙ্গী বিজিএমইএ’র ইমেজ আর কার্যক্রমকে এগিয়ে নিয়েছে নতুন উচ্চতায়।
বিজিএমইএ-এর সভাপতির দায়িত্ব পালনের সময় তিনি–
* তৈরি পোশাক শিল্প কারখানায় শিশুশ্রম নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সকল পোশাক তৈরি কারখানায় ২ জন করে অটিস্টিক ব্যাক্তির কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেন।
* আতিকুল ইসলামের উদ্যোগে ২০১৪ সাল থেকে শুরু হয় ‘ঢাকা এ্যাপারেল সামিট’, যা আন্তর্জাতিক পোশাক ক্রেতা ও বিশেষজ্ঞদের কাছে দারুণভাবে প্রসংশিত হয়েছে।
* তাঁর প্রচেষ্টায় পোশাক শ্রমিকদের চিকিৎসার প্রয়োজনে ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
* বাংলাদেশের তৈরি পোশাক খাতকে গর্বের সাথে সারাবিশ্বে পরিচয় করিয়ে দিতে তাঁর দেয়া ‘মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড’ স্লোগানটি দেশের পোশাক শিল্পে এনেছে নতুন মাত্রা।
আতিকুল ইসলাম পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে ব্যবসায়ী নেতাদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘সেন্টার অফ এক্সিল্যান্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ’ এবং বর্তমানে তিনি এর সভাপতির দায়িত্ব পালন করছেন। ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে যেমন ১৫ হাজারেরও অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তেমনি দেশের পোশাক শিল্পে শ্রমিকদের স্বার্থরক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদানের জন্য আতিকুল ইসলাম বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বার ‘কমার্সিয়ালি ইম্পর্ট্যান্ট পারসোন’ (সিআইপি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। এছাড়া বিশ্বখ্যাত ‘ওয়ালমার্ট’ কোম্পানি কর্তৃক সম্মানসূচক ‘দ্য মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেইনার’ হিসেবে মোট ৮ বার পুরস্কৃত হয়েছেন।
আতিকুল ইসলাম অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি তাঁর পরিবারও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব তোফাজ্জল ইসলাম নিষ্ঠার সাথে বাংলাদেশের বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আরেক ভাই মইনুল ইসলাম চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে দেশের জন্য অবদান রেখেছেন। আরেক বড়ভাই ইনজিনিয়ার শফিকুল ইসলাম ,ইসলাম গ্রুপ এর চেয়ারম্যান এবং অর্থনীতিতে বিশাল ভুমিকা রেখেছেন ,এছাড়া শিক্ষার প্রসারে শিক্ষানুরাগী আতিকুল ইসলাম ও তার পরিবার ২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় তাঁকে মানুষের পাশে থাকতে অনুপ্রাণিত করে।
ডিএনসিসির নির্বাচন সম্পর্কে ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম বলেন, "আনিসুল ভাইয়ের (মরহুম মেয়র আনিসুল হক) জায়গায় প্রধানমন্ত্রী আমাকে মেয়র প্রার্থী হিসেবে পছন্দ করেছেন। তাই আমার প্রথম কাজ হবে আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা। তার দেখা স্বপ্নের ঢাকা বাস্তবায়ন করা। আর তা করতে পারলেই আনিসুল হকের আত্মা শান্তি পাবে।
ঢাকাবাসীও স্বস্তি পাবে।"
অভিনন্দন ও শুভকামনা রইল মেয়র প্রার্থী জনাব মোঃ আতিকুল ইসলামের জন্য।
জয় হউক বাংলাদেশ আওয়ামীলীগের।
জয় হউক ঢাকাবাসীর।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আতিকুল ইসলাম ভাইকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
©somewhere in net ltd.