![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
বাংলাদেশের চলমান সংগ্রাম উৎসাহব্যঞ্জক। ভারতের এক বাঙালি নাগরিক হিসেবে এই আন্দোলনের প্রতি উৎসাহ স্বাভাবিক। উৎসাহ স্বাভাবিক এক বামপন্থী মার্কসবাদী লেনিনবাদী কমিউনিস্ট হিসেবেও। সোভিয়েত সমাজতন্ত্রের পতনের পর বেশ কিছুদিন নব্য উদারনৈতিকদের হাতে একচেটিয়া ক্ষমতা চলে গিয়েছিল। সেইসঙ্গে সারা পৃথিবী জুড়ে মৌলবাদ/ সন্ত্রাসবাদ এর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছিল। ইসলামিক মৌলবাদ, হিন্দু মৌলবাদ সহ নানা পশ্চাদপদ হানায় এই উপমহাদেশ ক্ষতবিক্ষত হচ্ছিল। বাংলাদেশের চলমান আন্দোলন রাজাকারদের শাস্তির দাবিতে, মৌলবাদী জামাতকে নিষিদ্ধ করার দাবিতে যখন উত্তাল, তা তখন শুধুই অতীতের ক্ষত মোচনের কথা বলছে না, এক সভ্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার কথা বলছে। আধুনিক পৃথিবীতে ব্যক্তিগত রুচি পছন্দ অনুযায়ী ধর্ম পালন বা না পালনের অধিকার নিশ্চিতভাবে থাকবে, কিন্তু আধুনিক রাষ্ট্রে ও সমাজে ধর্মান্ধতার কোনও জায়গা থাকা উচিৎ নয়।
এটা ঠিক ধর্ম এই উপমহাদেশে একটা বড় আবেগ। বাংলাদেশ বা পাকিস্থানে ইসলামের নামে, ভারতে হিন্দুত্বের নামে চটজলদি অনেক মানুষকে মোহগ্রস্থ করা খুবই সম্ভব। যে কোন প্রগতিশীল আন্দোলনকে ধর্মের নামে বিভ্রান্ত করাও খুবই সম্ভব। অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ধর্মের নামে, ইসলামের নামে পাকিস্থানপন্থা ভারতপন্থা ইত্যাদিকে সামনে আনার চেষ্টা করা হয়েছিল। সে চেষ্টা ব্যর্থ করেই মুক্তিযুদ্ধ সফল হয়। আশা করা যায় মৌলবাদীদের অজস্র চেষ্টা, প্ররোচনাকে ব্যর্থ করে এবারের লড়াইও সফল হবে। আন্দোলনের বিরুদ্ধে ইসলাম, নাস্তিকতা ইত্যাদি প্রসঙ্গকে কাজে লাগানোর চেষ্টা চলছে। সেই চেষ্টা গণতন্ত্রের, মুক্ত মনের স্বাভাবিক শত্রু। মতাদর্শগত লড়াইকে আরো দৃঢ় করার মধ্য দিয়ে এই লড়াইকে নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশী ভাই বোনেরা তা পারবেন, এই বিশ্বাস রাখি। আন্দোলনের সমর্থনে শত সহস্র শুভেচ্ছা, আন্দোলনকারীদের জানাই বিপ্লবী অভিনন্দন। আপনারা জয়ী হোন, মানবতা, গণতন্ত্র, মুক্ত মনের জয় হোক।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
সৌভিক ঘোষাল বলেছেন: পৃথিবীর যে কোন গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনকে কমিউনিস্টরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে। আপনি জামাত/রাজাকার সমর্থক না হলে অকারণে বিব্রত হবেন না।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
পাপী ব্রহ্মচারী বলেছেন: সংহতির জানালোর জন্য লেখককে ধন্যবাদ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
ভাম_বেড়াল বলেছেন: কলকাতার কিছু লোক এখন শাহবাগের আন্দোলনকে পুঁজি করে ইসলামের বিরূদ্ধে প্রচার করবে। শুনছি কলকাতার কলেজ স্ট্রীটে কিছু লোক অলরেডি জমায়েত শুরু করে দিয়েছে।
সমস্যা হল, জামায়াত শিবির এটাকে তাদের প্রোপাগাণ্ডা হিসাবে ব্যবহার করবে। সুতরাং দাদারা দূরে থাকেন। অযথা অন্য দেশের ব্যাপারে নাক না গলালেই ভালো। এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলন, তারাই এ আন্দোলনকে সফল করবে। ভারতের বা কলকাতার পক্ষ থেকে বাংলাদেশকে আর কিছু দেওয়ার নেই।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: সমস্যা হল, জামায়াত শিবির এটাকে তাদের প্রোপাগাণ্ডা হিসাবে ব্যবহার করবে। সুতরাং দাদারা দূরে থাকেন।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
সৌভিক ঘোষাল বলেছেন: আন্দোলন তো আপনাদেরই। সারা পৃথিবীর মুক্তমনা মানুষের সংহতি আপনাদের সঙ্গে থাকবে, যতক্ষণ আপনারা মৌলবাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়তে পারবেন। আর মৌলবাদকে ভয় পেলে সে আপনাদের ওপর আরো চেপে বসবে। মৌলবাদ ভয় পায় না তাকে পাকিস্থানপন্থী বা সৌদী পন্থী আখ্যা দিলে। আপনাদের কে কী আখ্যা দিল তা নিয়ে পিছন ফিরে তাকানোর খুব বেশি দরকার নেই। সতর্ক থেকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়াটাই দরকার। আপনারা ভালো থাকবেন।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
anonno420 বলেছেন: আন্দোলন তো আমাদের ই। কিন্তু আপনারে বাংলাদেশের বেপারে নাক গলাতে বলেছে কে। ইন্ডিয়ান কুকুর ইন্ডিয়া বইসা মরেন। শালার মালাউন
৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১
সাইফুল আলী বলেছেন:
anonno420 র কমেন্ট রিপোর্ট করলাম
একজন সুন্দর মনের মানুষের প্রতি এই ধরনের গালি কখনই মেনে নিতে পারছি না
৯| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২
সাইফুল আলী বলেছেন:
anonno420 র কমেন্ট রিপোর্ট করলাম
একজন সুন্দর মনের মানুষের প্রতি এই ধরনের গালি কখনই মেনে নিতে পারছি না।অন্যান্য ইন্ডিয়ানদের থেকে সৌভিক ঘোষাল অন্য রকম মানুষ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
সোনালীমাঠ বলেছেন: দূরে থাইকাই মরেন । আপ্নারে নাক গলাইতে কে বলছে ?
কারো উপদেশ আমাদের দরকার নাই ।