নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

শাস্তি শুধু ধর্মের বিরুদ্ধে বললে না মুক্তচিন্তার বিরুদ্ধে বললেও ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

এটা মেনে নেওয়া উচিৎ নাস্তিক বা নিরীশ্বরবাদী যারা, তাঁদের ধর্মপ্রাণ মহিলা ও পুরুষদের এবং ধর্মবেত্তাদের আঘাত করে, অসম্মান করে কোনও কথা বলা উচিৎ নয়। কিন্তু এটাও দেখা দরকার নাস্তিকদের, নিরীশ্বরবাদীদের নিজস্ব চেতনা আঘাত পায়, মতাদর্শ আঘাত পায়, এমন কিছু বলার পরিধিও থাকা উচিৎ নয়। সমস্যা এড়ানো যায় এরকম একটা পথে চললে, যে ধর্ম মানা বা না মানা, বিশ্বাস বা অবিশ্বাস ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রকে এই বিশ্বাস, অবিশ্বাসের উর্ধ্বে থাকতে হবে।

বাংলাদেশে একটা কথা চলছে ধর্মর বিরুদ্ধে মত প্রকাশ করলে শাস্তিদানের। এটা মুক্তচিন্তার পরিসরের বিরুদ্ধে কথা বললেও শাস্তির দাবির সঙ্গে যুক্ত করে দেখা দরকার তাহলে। রাষ্ট্র শাস্তি দিলে একটা সমতার পরিধিতে আইন করুন।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.