![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
আসলে দরকার উদারপন্থী নাস্তিক আর উদারপন্থী ধর্মবিশ্বাসীদের মত নিরন্তর সংলাপ, বিনিময়। এটাই পরস্পরকে পরস্পরের মতামত বুঝতে ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষের উগ্রবাদীদের পারস্পরিক কুৎসা ও হিংস আক্রমণ পরিস্থিতিকে কেবল বিষিয়ে তুলবে, জটিল করবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ইউরোপ আর এশিয়ার ফারাকটা মাঝে মাঝে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। যত যাইই বলেন, মানব সভ্যতাকে নেত্রীত্ব দিতে এশিয়ার দেরী আছে। মকবুল ফিদারে ভারত পারলো ধরে রাখতে? শিল্পীকে যে জাতি ধরে রাখতে পারে না, সে শিল্পকলায় এগুবে কিভাবে? আমেরিকাতে খ্রীষ্ট্রধর্ম, বাইবেল নিয়ে মজমা করে কৌতুক করা হয়, ওদের দেশের টেলিভীশনে যীশূ কোকেইন টানতেছে, এসবও দেখানো হয়। ওরা যাদের চার্চে যাবার ইচ্ছা যায়, যার যাবার ইচ্ছা যায় না, যার যীশূরে গাইলানির ইচ্ছা গাইলায়, যার যীশূরে সম্মান করার ইচ্ছা সম্মান করে। সবাই সবার মত নিয়া আছে। আর আমরা এখনও কোরান হাদীস চষে বিবি তালাকের ফতোয়া খুজতেছি। আরে ভাই তোমার উগ্র ধর্মবাদী হতে ইচ্ছা হলে হও, পাচ ওয়াক্ত নামাজ বাদে, তাহাজ্জুদও পড়, সারা দিন কোরান তেলাওয়াত কর, মানা করছে কে? তোমার নাস্তিকদের পছন্দ না হলে গাইলাও, কে মানা করছে? কিন্তু তুমি নাস্তিকদের ডান্ডাবেড়ী পড়াবা কেন? তোমার ধর্মবিশ্বাস মিথ্যা মনে করার কারণে এবং যেহেতু তুমি মিথ্যা প্রচার করছ সমাজে তোমার ধর্ম প্রচার করার কারনে, এখন নাস্তিকেরা কি মিথ্যা প্রচার কররা অপরাধে তোমার কোমড়ে ডান্ডাবেড়ী পড়ানোর দাবী করতে পারে?