![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
যা ভালো লাগে না সেটা না দেখাই ভালো। তবে গণরুচির কথা যদি বলেন তা পৃথিবীর বেশির ভাগ দেশে বেশির ভাগ সময়ে খুব রিফাইন্ড ছিল না। ক্লাসিক শিল্প সাহিত্য সিনেমা, হাই আর্ট - এসব তো আছেই, রুচিশীল মানুষের জন্য। সেসব আঁকড়ে ধরেই রুচিশীলদের বাঁচতে হবে। আর একটূ কম, হাই আর্ট নয়, কিন্তু রুচিহীন নয়, এরকম জনপ্রিয় সিনেমা সাহিত্য তো প্রচুর আছেই। উত্তম সুচিত্রার 'বয় মিটস গার্ল' এর ভালো সংস্করণগুলো আছে, আরো অনেক কিছু তৈরি হচ্ছে।
সমস্যা হচ্ছে আজকের দিনে পপ আর্ট, স্থূল আর্ট টেলিভিশনের দৌলতে একেবারে ঘরের মাঝে ঢুকে পড়ছে, আগে তার কাছে যেতে হত চাইলে, এখন সে এসে ঢুকে পড়ছে না চাইলেও। এই তফাৎটাই মারাত্মক। চ্যানেল বেছে চালানো দরকার, অন্তত অনুষ্ঠান বেছে। তবে লঘুচিত্ত মানুষের জন্য লঘুচিত্ত বিনোদন থাকবেই। ওটা অর্থনীতির সাপ্লাই ডিমাণ্ডের নিয়ম মেনে চলবেই। রাগুন, দুঃখ করুন, মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই, অন্তত এই রমরমা পুজিবাদী দুনিয়ায়।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
নাজ_সাদাত বলেছেন: পুঁজিবাদের বিপক্ষে লড়াই কি তাহলে স্থগিত হয়ে গেল।