![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
মোদিকে আটকাতে বাংলাদেশের মানুষেরা কি কিছু করতে পারেন ? প্রত্যক্ষভাবে হয়ত না। পরোক্ষভাবে কিন্তু কিছুটা পারেন। মোদি তখনই প্রধানমন্ত্রী হতে পারেন, যখন ভারতে হিন্দু ভোটের তীব্র মেরুকরণ হবে। এটা ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন দলের কার্যকলাপের ফলে তৈরি হতে পারে, স্বয়ং বিজেপির রামমন্দির ইস্যু যেমন মেরুকরণ তৈরি করেছিল দু দশক আগে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এই ধরণের মেরুকরণে নানা অনুঘটকের কাজ করে থাকে নানা সময়ে। পাকিস্থান বা বাংলাদেশে যদি মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি তীব্র হয়ে ওঠে, তবে ভারতেও তার কিছু প্রতিক্রিয়া অবশ্যই হয়। বাংলাদেশে জামাত বা হেফাজতের মত শক্তির উত্থান ভারতে বিজেপি এবং মোদির হিন্দু মেরুকরণের চেষ্টায় সাহায্য করবে বইকি। তাই গোটা উপমহাসদেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে একযোগে লড়াই চালানোটা খুবই জরুরী।
বলা বাহুল্য ধর্মপ্রাণতা আর ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে ধর্মের বিরুদ্ধে লড়াই ভেবে নিশ্চয় কেউ আহত হবেন না।
২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২১
ভাম_বেড়াল বলেছেন: সরি টু সে, ভারত নিয়া আমার কুনো মাথাব্যাথা নাই। আমাদের পশ্চাতে কীলক দেয় পশ্চিমবাংলার সাম্প্রদায়িক শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, অর্থাৎ আপনার মতন লোক। আপনারা কয়েকজন বাইরে বামপন্থী, কিন্তু ভিতরে সাম্প্রদায়িক। বিজেপি, নরেন্দ্রমোদী, আমাদের সমস্যা না। তাদের সাথে আমাদের বিরাট ভৌগোলিক এবং জাতিসত্ত্বাগত দূরত্ব। আমাদের সমস্যা হল আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, যিনি আমাদের জল দিতে চাননা। ভারত এমনিতে চরম সাম্রাজ্যবাদী একটা দেশ হলেও আপনাদের কেন্দ্রীয় সরকার তো অন্তত আমাদের সাথে সুষম জলবন্টন চুক্তি করতে চায়। আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সেটা আটকে রেখেছেন।
বিষয়টা বুঝুন, আবারও বলছি, বিজেপি-আরএসএস-নরেন্দ্রমোদী আপনাদের সমস্যা, আমাদের সমস্যা হল মমতা ব্যানার্জ্জী এবং আপনারা পশ্চিমবঙ্গবাসীরা।
৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
ফরিদ আলম বলেছেন: পাকিস্থান বা বাংলাদেশে যদি মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি তীব্র হয়ে ওঠে, তবে ভারতেও তার কিছু প্রতিক্রিয়া অবশ্যই হয়।
একথার সাথে সহমত। পশ্চিমবঙ্গে যারা মোদির সমর্থক তারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার আর হিন্দুর সংখ্যা কমে যাবার কথা বলেন।
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
নাজ_সাদাত বলেছেন: একদম বাজে একটা যুক্তি। ভারতের হিন্দুদের সাম্প্রদায়িক চরিত্র বহু পুরানো। তখন না ছিল হেফজত না ছিল লস্কর। কাশ্মীর থেকে কন্যাকুমারি সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানোর এই যুক্তি বাঘ আর ছাগলের গল্পের মত।
আসলে দূবৃত্তের ছলনার অভাব হয় না।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
জগ বলেছেন: ভারতের মত একটা পারমানবিক শক্তিধর দেশের প্রধান নরেন্দ্রমোদি হলে সেইটা ৩য় বিশ্বযুদ্ধের সুচনা করতে পারে।