![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে বিশ্বের তিনটি আলাদা আলাদা দেশে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের শিহরিত করছে
নাইজেরিয়া
রবিবার গভীর রাতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কলেজে হামলা চালাল কয়েকজন সন্ত্রাসবাদী। কলেজ অধ্যক্ষের মতে, সন্দেহভাজন ইসলামি সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে। ঘটনায় প্রায় ৫০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে।
ইয়োবে স্টেট কলেজ অফ এগ্রিকালচারের মোলিমা ইদি মাতো জানিয়েছেন, গ্রামীণ গুজবার এই কলেজে রাত একটা নাগাদ হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। তিনি জানান, পুলিশ এখনও মৃতদেহ উদ্ধার করছে। তাই এখনও মৃতদের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। প্রায় ১০০০ ছাত্র সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্থান
গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৬৷ আহত অন্তত ৮০৷ ঘটনাস্থল উত্তর পশ্চিম পাকিস্তানের কিস্সা খাওয়ানি বাজার এলাকা৷ এক সপ্তাহে এই নিয়ে তিনটি বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত পাকিস্তান৷
সূত্রে খবর, কিস্সা খাওয়ানি বাজার সংলগ্ন একটি থানার কাছে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটি ফাটানো হয়েছে বলেও জানা গিয়েছে৷ অনুমান, ঘটনার পেছনে রয়েছে তালিবান ও আল-কায়দার শাখা সংগঠন৷
স্থানীয় থানাটিকে উড়িয়ে দিতেই কী জঙ্গিদের এই পরিকল্পনা? 'একেবারেই না' জানালেন বোমা ডিস্পোসাল স্কোয়াডের প্রধান শাকফাত মালিক৷ বললেন, 'বাজার এলাকার ভিড়কেই টার্গেট করেছিল জঙ্গিরা৷ আগের দু'টি হামলার সময়েও ব্যস্ততম এলাকাগুলিকেই বেছে নিয়েছিল তারা৷ এক্ষেত্রেও অনুসরণ করা হয়েছে একই ছক৷'
আহতদের মধ্যে ছ'জন শিশু ও দু'জন মহিলা রয়েছে বলে জানিয়েছে সূত্র৷ স্থানীয় লেডি রিডিং হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁরা অবস্থা আশঙ্কাজনক৷
কেনিয়া
২৪ ঘণ্টা পেরোলেও 'যুদ্ধ' থামেনি নাইরোবির ওয়েস্টগেট মলে৷ রবিবার সকালেও ৩০ মিনিটের জন্য গুলির আওয়াজ শোনা গিয়েছে৷ তবে তার পর নতুন করে আর গুলি বিনিময় হয়নি৷
তা বলে কাটেনি উদ্বেগ৷ মলের ভিতরে এখনও অনেকেই পণবন্দি৷ যদিও কেনীয় পুলিশ সেই সংখ্যাটা নিশ্চিত করতে পারেনি৷ এ দিকে শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৷ আহত কমপক্ষে ৩০০ জন৷ অন্তত হাজার জনকে উদ্ধার করা হয়েছে৷
ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়দার পূর্ব আফ্রিকা শাখার মদতে পুষ্ট সোমালিয়া জঙ্গি সংগঠন আল-শাবাব৷ সংগঠনের পক্ষ থেকে টুইটারে পাঠানো হয়েছে বার্তাও, 'মুজাহিদরা এখনও মলের ভিতরে মাটি কামড়ে পড়ে রয়েছে৷ কেনিয়ার আধিকারিকদের সঙ্গে কোনও আলোচনাই নয়৷'
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জঙ্গিদের ১০ থেকে ১৫ জনের দলে অন্তত একজন মহিলা৷ তাদের হাতে রয়েছে একে-৪৭ রাইফেল আর কোমরে অ্যামিউনিশন বেল্ট৷
ইসলামের নামে কেন এত সন্ত্রাস প্রতিদিন দুনিয়া জুড়ে ?
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: ২য় কারণ হচ্ছে ধর্মীয় আবেগ সম্পন্ন মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না । তারা আখেরাত বিশ্বাস করে, মরার পরের জীবনকে দুনিয়ার জীবনের উপর প্রাধান্য দেয় ।
যদিও অনেক মৃত্যই কেতাবী মাপে গ্রহণজোগ্য হয় না, সেখনেও একই কথা অব্যহত হতাসা মানুষকে ভুল বুঝতে ভুল পথ নিতে প্ররচিত করে ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
যেড ফ্রম এ বলেছেন: হা হা হা! সন্ত্রাস সব ধর্মে আছে ঘোষাল সাব। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরাতো আমার মতে ক্রিশ্চিয়ান অথবা ইহুদী। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চোখ মেলে দেখুন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
নীলতিমি বলেছেন: যেড ফ্রম এ: সেই রকম বলেছেন।
সেইসব জাতি সন্ত্রাসী কর্ম করলেও যেগুলোতে অন্য লেবেল লাগিয়ে তুলসি পাতা বানানো হয়েছে।
সাইবার অভিযত্রী'র কথায় যুক্তি আছে।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
ঘুড়িবাবা বলেছেন: সন্ত্রাসী যে আসলে কে তা আমি বা আপনি ঠিক করি না। এটা করে যার হাতে ক্ষমতা থাকে। যেমন এখন ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে।
২য় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ইহুদীরা ছিল সন্ত্রাসী। পরে তাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। ইয়াসির আরাফাত সন্ত্রাসী থেকে বীর হল। তালিবানরা যখন সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে যুদ্ধ করে তারা ছিল মুজাহেদীন। পরে তালিবান শব্দটি সন্ত্রাসবাদের সমর্থক হয়ে গেল।
দেখা যাচ্ছে, বর্তমানে মুসলমান মানেই সন্ত্রাসী। এটা যুগের হাওয়ার উপর ক্ষমতাবানদের মতাদর্শ নির্মাণের ফল বলতে পারেন।
নেলসন ম্যান্ডেলা ও কিন্তু গতবছর পর্যন্ত সিআইএ’র তালিকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন। উত্তরটা এবার আপনিই দিন।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
নিহন বলেছেন: যেড ফ্রম এ বলেছেন: হা হা হা! সন্ত্রাস সব ধর্মে আছে ঘোষাল সাব। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরাতো আমার মতে ক্রিশ্চিয়ান অথবা ইহুদী। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চোখ মেলে দেখুন। like
vai post ta kajerna....nijer kache prosno korley ans mile jeto..tar poreo tnx
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: স্বার্থগত দ্বন্দ্ব সাম্রাজ্য বিস্তার বাণিজ্যিক আগ্রাসন সব মিলিয়ে সন্ত্রাস হানানানি সবখানেই আছে। কিন্তু ইসলামের নামে যত দোষ কারণ- তুমি মহারাজ সাধু হলে আজ , , , , ব্যাস এতটুকুই।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
নাজ_সাদাত বলেছেন: দাদা আবার সন্ত্রাস বলতে ইসলাম বোঝেন। এই যে গতকাল মিরাটে যে সন্ত্রাস হল। এখন ও পর্যন্ত কতজন মুসলিমকে আপনারা খুন করলেন তার পরিসংখ্যান পাওয়া যায়নি। কিম্বা তার কিছু আগে মুজাফফর নগরে যে রক্তের হোলি খেললেন কিম্বা আরও খবরে না আসা অসংখ্য মুসলিম হত্যার ঘটনা গুল কি আপনারা ধর্মের নামে করছেন না??? কিম্বা প্রতিদিন কাশ্মীরীদের উপর সেনা লেলিয়ে খুন-ধর্ষণ করছেন সেটা কি ধর্মের নামে করছেন না। হিন্দুরা করলে সাতখুন মাপ। অন্যরা করলে সেটা সন্ত্রাস এই হিন্দুত্ববাদী ছেনালি আর কত দিন?
৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
সিফাতুল্লাহ বলেছেন:
বিস্তারীত পড়ুন Statistics on Terrorism
আমার ও একই প্রশ্ন! ইসলামের নামে কেন এত (যদিও সর্বচ্চ না) সন্ত্রাস প্রতিদিন দুনিয়া জুড়ে ?
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
নাজ_সাদাত বলেছেন: দাদা বুঝি এবার মৌনব্রত নিয়েছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
সাইবার অভিযত্রী বলেছেন: এর প্রধানম কারণ সারা দুনিয়াতে অমুসলিমরা একজোট হয়ে মুসলমানদের নির্যাতন করছে । আর অক্ষমের শেষ হাতিয়ার সন্ত্রাস । যদিও ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না, কিন্তু হতাশা মানুষের স্বাভাবিক যুক্তি বুদ্ধিকে অকেজি করে দেয় ।