নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

জামাত নিষিদ্ধ থাকলে কোন দিকে এগোবে তারা আর বাংলাদেশ?

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

১) মুসলিম ব্রাদারহুড - দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, কিন্তু আবার সামনের সারিতে এসে নিজেদের নেতাকে মিশরে দেশের রাষ্ট্রপতি হিসেবে দেখেছে।

২) সি পি আই (মাওবাদী) - জন্মলগ্ন থেকেই (২০০৪) নিষিদ্ধ। যাদের মিলনে তৈরি সেই এম সি সি এবং জনযুদ্ধও নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে শান্তি আলোচনা হলেও কোনও দীর্ঘস্থায়ী লাভ হয় নি।

৩) সি পি এন (মাওবাদী) - নেপালের মাওবাদীরাও দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। পরে ফিরে এসে দেশের প্রধান শাসক দল। তাদের দুই নেতা প্রচণ্ড ও বাবুরাম ভট্টরাই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।

৪) এল টি টি ই - নিষিদ্ধ অবস্থাতেই মারাত্মক লড়াই দশক তিন ধরে। তারপর নিষিদ্ধ অবস্থাতেই নিশ্চিহ্ন। মাঝে শান্তি আলোচোনার উদ্যোগ কোনও কাজে আসে নি।

৫) তালিবান - একসময় শাসক, তারপর নিষিদ্ধ আফগানিস্থানে। কিন্তু সরকারী সিলমোহর না থাকলেও এক বিরাট ভূখণ্ডের জনাধারের নিয়ন্ত্রক। পাকিস্থানের তালিবানিদের সঙ্গে সে দেশের সরকার আলাপ আলোচনা শুরু করেছেন। নিষিদ্ধ অবস্থাতেই।

জামাত বাংলাদেশে নিষিদ্ধ হল। এখন নিষিদ্ধ করে বেশীরভাগ ক্ষেত্রেই লাভ হয় না। দীর্ঘমেয়াদী রাজনীতিতে জনাধার থাকলে সবাই ফিরে আসে। ভারতে নাগা বা মিজোদের আন্দোলনকে সৈন্য দিয়ে দমন করা সম্ভব হয় নি, পরে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হয়েছে। সৈন্য দিয়ে দমন করতে গিয়ে কাশ্মীর বিরাট ক্ষত হয়ে রয়েছে। কোনও রাজনীতি বা কার্যকলাপ বাড়াবাড়ি রকমের অন্যায় মনে হলেও নিষিদ্ধ করে আন্ডার টেবিল ডিলে যাবার থেকে খোলা রাস্তায় কথাবার্তা বললে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বোধহয় সুবিধা বেশি হয়। যাই হোক আপনাদের মত জানাতে থাকবেন এ নিয়ে। সর্বত্র। প্রচুর মত আসা দরকার। খোলা মনে আলোচনা হওয়া দরকার।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১

দিশার বলেছেন: জামাত কখন ৩% এর বেশি ভোট পেয়েছে জাতীয় নির্বাচন য়ে ? বিএনপি লাথি মারলে জামাত এর অস্তিত্ব হবে বাম দল গুলার মত . কিন্তু পাকি প্রেমী গোলাপী কখন ও জামাত এর ভুত ঘর থেকে নামাবে বলে মনে হয় না .

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৮

ভোরের সূর্য বলেছেন: আমি আপনার সাথে একমত। এ বিষয়ে আমার একটি লেখা আছে পড়ে দেখতে পারেন।লেখাটি দেখুন

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: কলিকাতার বাসিন্দার জামায়াত চিন্তা । কেমন যেন মনে হচ্চেনা দাদা!

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১

নষ্ট ছেলে বলেছেন: জামাত নিষিদ্ধ হলে বিএনপির লাভ হবে।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

পথহারা সৈকত বলেছেন: কলিকাতার বাসিন্দার জামায়াত চিন্তা । কেমন যেন মনে হচ্চেনা দাদা! :P :P :P

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১

ম.র.নি বলেছেন: জামাত,দল,লীগ সব আমরা আমরা বাংলাদেশের ব্যাপার। আপনি নরেন্দ্রমোদীরে নিয়ে চিন্তা করেন।আমাদের অভ্যন্তরীন বিষয়ে আপনাদের লাক গলানো ঠিক না।ইন্ডিয়ায় বেইল নাই??ভালো কিছু বলতে চাইলে স্বাগতম,আর আজাইরা খাওজাইতে আইলে ভন খাবেন।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

লিখেছেন বলেছেন: মামমা জমপেশ লিকেচেন। গুদ পোস্ট

৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

মতামত চাই বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: জামাত নিষিদ্ধ হলে বিএনপির লাভ হবে।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

নাজ_সাদাত বলেছেন: ফেবু কাদের যেন? যত সব ভাবনাচিন্তা। পেট ভরতে দেশ ছাড়ার আগে কেন মনে হয়না অন্য দেশের অন্ন আমার পেটে যাবে কেন?

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সৌভিক ঘোষাল বলেছেন: কয়েকটা কড়া কথা বলতে হলো বিশ্বাস ১৯৭১ আর সৈকতকে।
১) বাংলাদেশ নিয়ে আলাপ শুধু বাংলাদেশিরাই করবেন, এরকম ভাবনা থাকলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পলিটিকাল সায়ানস তুলে দিন। কারণ সেখানে পরদেশ নিয়ে আলোচনা থাকে।
২) সামহোয়ার এর লোকদের বলুন নিয়ম করতে এটা বাংলাভাষার মানুষের নয়, বাংলাদেশের মানুষের কেবল বাংলাদেশ নিয়ে লেখার জায়গা।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: জামাত নিষিদ্ধ করে জনপ্রতিনিধি আইন পাশ করে তাদের ডিগবাজীর সুযোগ করে দিয়েছে খোদ শেখ হায়েনার সন্ত্রাসী সরকার। যদিও বিলটা উঠানো হয়েছে জাতীয় পার্টির নেতা দিয়া।


আমার মনে হয় আমাদের দেশে জঙ্গী আর রাজাকার লালন বিএনপি আওয়ামীলিগ দুজনেই করেছে। কেউ প্রত্যক্ষ ভাবে কেউ পরোক্ষ ভাবে।

শেখ হায়েনার মতো বাটপার আছে বলেই জামাতকে নিষিদ্ধ করে আরো শক্তিশালী করে তুললো মনে হয়। গোলাপীর দলকে এখন পেছন দিক দিয়ে গ্যাংব্যাং করার সুযোগ করে দিলো আর কি!

বিএনপি হয়ে গেলো একটা কুকুরের উচ্ছিষ্টের দল, ধ্বংসের যবনিকা হলো এভাবেই

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

নাজ_সাদাত বলেছেন: Click This Link

লেখা সম্পর্কে ১৯৭১ ও বিশ্বাস কি বলেন জানার ইচ্ছা জাগছে। কারন এই লেখার লেখকের বিষয়টা দেশের গণ্ডি টপকেছে।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

েবনিটগ বলেছেন: বিশ্বাস করি 1971-এ বলেছেন: কলিকাতার বাসিন্দার জামায়াত চিন্তা । কেমন যেন মনে হচ্চেনা দাদা!

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ছোট্ট একটা উদাহরণ হলো ভারতের বিজেপি যা সামান্য আন্দোলন থেকে ভারতের ক্ষমতায় এসেছে এবং আবার আসছে। সত্যি বলতে ভারত ধর্মনিরপেক্ষতার আড়ালে একটি চরম মৌলবাদী দেশ।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সৌভিক ঘোষাল বলেছেন: বিজেপি যদি ক্ষমতায় আসে এবার তবে তা শুধু সাম্প্রদায়িক উন্মাদনার জন্য আসবে না, কর্পোরেট ক্যাপিটালের বিশ্বাসী শক্তি হিসেবে আসবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ র দুর্নীতি তাতে সহায়ক হবে।
ভারতে হিন্দু সম্প্রদায়ের আধিপত্যবাদী রাজনীতি সক্রিয় যদি হয়েও ওঠে তা মৌলবাদের মত বিপদ অবধি যেতে পারবে না। একাধিক শক্তিশালী আঞ্চলিক দল - মায়াবতীর বি এস পি, মুলায়মের এস পি, লালুর আর জে ডি, নবীনের বিজেডি বা নীতীশের জে ডি ইউ - ও এখন তাকে রুখতে চাইবে। বামঘেঁষা বা বামপন্থী ও কমিউনিস্ট দলগুলি তো আছেই, মমতার টি এম সি ও হিন্দুত্ববাদের কড়া বিরোধী অবস্থান নেবে। বিপরীতে মোদী ক্ষমতার দিকে এগোতে পারলেও অন্তত ব্যবহারিকভাবে তাকে সাম্প্রদায়িকতার জিগির আপাতত তুলে রাখতে হবেই বলে মনে হচ্ছে। তার নির্বাচনী বক্তৃতাগুলোতে তেমন আভাস আছে। মোদি বলছে দেবালয়ের আগে শৌচালয় দরকার, ভাবা যায়? না চাইলেও বলতে হচ্ছে, কারণ এটাই বাস্তবতা। হিন্দু সাম্প্রদায়িকতা নয়, বেশি আগ্রাসী হতে চাইছে কর্পোরেট ক্যাপিটালিজম। এটাই কঠোর বাস্তব, আমাদের দুটোর মোকাবিলাই করতে হবে। শুধু সাম্প্রদায়িকতাটা সমস্যা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.