নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

মুসলিম সাম্প্রদায়িকতা বৃহত্তর বিপদ ?

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

মোদীকে আটকাতে হবে। অনেকেই বলছেন। ভাবছেন বিপদ বুঝি শুধু হিন্দু সাম্প্রদায়িকতা। কিন্তু আজকের মোদী শুধু হিন্দু সাম্প্রদায়িকতার পোষ্টার বয় নন। কর্পোরেট ক্যাপিটালিজমেরও পোষ্টার বয়। তাকে সামনে রেখে আগ্রাসী পুঁজিবাদ তার আগ্রাসন চালাতে চায়। তার বিরুদ্ধে লড়াইটা শুধু সাম্প্রদায়িকতার বিপদের আড়ালে চাপা পড়ে গেলে মুসকিল।

হিন্দু সাম্প্রদায়িকতার বিপদ মোদী ছাড়াও আছে, যেমন শিবসেনা, আর এস এস এর বিভিন্ন ফ্রন্ট। ধর্মনিরপেক্ষতার মোদ্দা কথাটা হল আসলে কোনও সাম্প্রদায়িকতাকেই ছাড়া যাবে না। হিন্দু খ্রীষ্টান ইহুদী কোনও সাম্প্রদাইকতাকেই। কেউ ভাববেন না মুসলিম সাম্প্রদায়িকতাকে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে কারণ আমেরিকা তাকে দায়ী করেছে, অতএব আমেরিকা যার বিরুদ্ধে আমরা তারই পক্ষে। মানতেই হবে সবচেয়ে ভয়ংকর বিশ্বজোড়া মুসলিম সাম্প্রদায়িকতা যা জেহাদের নেশায় সারা পৃথিবীকে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্থ রক্তাক্ত করছে। আল কায়দা থেকে তালিবান, ইন্ডিয়ান মুজাহিদিন থেকে জামাত ই ইসলামী, মুসলিম ব্রাদারহুড থেকে আর্মি অব ইসলাম, বোকো হারাম থেকে ইজিপ্সিয়ান ইসলামিক জেহাদ, হামাদ থেকে হিজবুল্লা, জৈসি মহম্মদ থেকে সিমি বা লস্কর ই তৈবা - নামের তালিকা শেষ করা মুসকিল।

লড়াইটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়তে হবে, আগ্রাসী কর্পোরেট ক্যাপিটালিজমের বিরুদ্ধেও লড়তে হবে। একমাত্র তবেই ইপ্সিত গণতান্ত্রিক সাফল্য আসতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তালেবান। লস্কর ই তায়েবা'রা জঘন্য স্বীকার করছি।
কিন্তু একটা গনতান্ত্রিক রাষ্ট্র যখন কতিপয় ধর্মীয় দাঙ্গাবাজ কে ক্ষমতায় বসাতে চায়, এটা বরং বেশি লজ্জার। যারা প্রথমেই স্বপ্ন দেখে রাম রাজত্ব কায়েমের। যেখানে শুরুতেই ২৬ কোটি সংখ্যালঘুকে ছুরির নিচে ঠেলে দেয়া হচ্ছে, এটা লজ্জার।

সাম্প্রদায়িকতার কথা উঠলে সাম্প্রদায়িক বিহেভ অবশ্যই আসে। সেক্ষেত্রে স্বীকার করুন, সবচেয়ে উগ্র মুসলিম রা নয়। যেখানে স্বধর্মের লোকেরা মানুষের মত বাচতে পারছেনা, তাদের সাম্প্রদায়িকতাকে অস্বীকার করুন কোন যুক্তিতে?

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: এই কথা মানতেই হবে মার্কিনিরা সবচেয়ে ভয়ংকর বিশ্বজোড়া ব্যাবসায়িক যুদ্ধের নেশায় সারা পৃথিবীকে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্থ রক্তাক্ত করছে।
সন্ত্রাস তাদের সৃষ্ট অজুহাত মাত্র, আর যুদ্ধের মাধ্যমে ব্যাবসা বাগানো তাদের একমাত্র কাজ।

সাম্প্রদায়িকতার বিষ বাক্য অমুসলিমরাই বেশি ছড়ায়।

একটু খেয়াল করলেই দেখা যাবে বিভিন্ন জঙ্গিদল স্বাধীনতা এবং অমুসলিমদের অত্যচার থেকে রক্ষা পাওয়ার জন্য লড়াই করছে। আর মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বানাচ্ছে ।
এটা কি অন্যায় নয় যে স্বাধীনতা কামীদেরকে সন্ত্রাসী বানানো।

৭৫০ কোটি মানুসের মধ্যে ৬০০ কোটি মানুষ হয় অমুসলিম অথবা মুসলিম বিদ্বেষী।
কাজেই বেশী সংখ্যক অমুসলিমরা মুসলিমদেরকে যে ভাবে ইচ্ছা সেই ভাবেই উপস্থাপন করতে পারে।
সোজা কথা জোর যার মূল্লুক তার।

অবশ্য কিছু সন্ত্রাসী দলও আছে, কিন্তু মূল সমাজ থেকে বিচ্ছিন্ন এই সব সন্ত্রাসীর দায়-দায়িত্ব কেন মুসলিমদের উপর দেয়া হয় ? এটা অন্যায়।
তারা যদি সন্ত্রাসীদেরকে লালনই করতো তবে কি সন্ত্রাসীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হতো বা আত্মগোপন করতো বা পুলিসের ভয়ে পালিয়ে বেরাতো ? নিশ্চই না।

রাজনীতিবীদরা ক্ষমতা দখলের জন্য ধর্মকে কাজে লাগায়, অথচ তাদের কোন দোষ হয় না।
সবাই নির্বোধের মত ধর্মকে দোষ দিতে থাকে।

আমরা যদি সবাইকে তাদের ন্যা্য্য অধিকার দিতে পারি এবং অতি লোভ না করি বা লোভের জন্য অন্যের উপর আক্রমন না করি তবেই পৃথিবীতে শান্তি আসবে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

অপরাজিত একজন বলেছেন: ভারতের মত সাম্প্রদায়ীক দেশ এই পৃথিবীতে আর কোনটি আছে।


ফেলানি সহ ১২০০ বাংলাদেশী হত্যা করার অপরাধে ভারতীয়দের গদাম। থু ভারত থু থু থু থু থু। এবং গদাম এই দেশের ভারতীয় দালালদের যারা ভারত থেকে বিষাক্ত ফেনসিডিল চোরাচালানে আপত্তি করেনা কিন্তু আমার বোনকে মেরে কাটা তারে ঝুলিয়ে রাখাকে সমর্থন করে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

নাজ_সাদাত বলেছেন: এই লেখা প্রসঙ্গে একটা কথোপকথন উল্লেখ করার বাসনা চাপতে পারলাম না।

মাঝে মাঝে আমি আমার বাড়ির কিলোমিটার খানেক দুরের এক রেল স্টেশনে খৈনী কিনতে যাই। সেখানে ঘটেছিল এই ঘটনা।

১ম জনঃ এবার কংগ্রেস আর ক্ষমতায় আসবে না
২য় জনঃ মনে হচ্ছে সেটাই হবে।
১ম জনঃ এদের ভোট দেওয়া উচিত নয়। বাংলাদেশে যে ভাবে দাঙ্গাকরে হাজার হাজার হিন্দু মেরে ফেলছে গত কয়েক মাসে। আর শালা এরা মুছলমানদের জামাই আদর করছে। শালা জাত টাকে মুছে দেওয়া দরকার।
২য় জনঃ বর্তমান পেপারে দিয়েছে লক্ষ লক্ষ হিন্দু প্রান বাঁচাতে সীমান্ত পেরানোর জন্য অপেক্ষা করছে।

(আমি ওদের বললাম ওদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য কিছু মানুষ এদেশে চলে আসছে। তারা হিন্দু-মুসলিম উভয়ই।)

১ম জনঃ ওদেশে আমার আত্মীয় আছে তাঁরা ফোন করে বলেছে প্রতিদিন গ্রামের পর গ্রাম জালাচ্ছে মুছলমানরা।

আসলে আমি এই কথোপকথন লিখলাম এই জন্য সত্য এখন বন্দী ধর্মান্ধতার কাছে।

শৌভিক বাবু যে সমাজ থেকে এসেছে সত্য সেখানে অবিরাম ধর্ষিত হয় ধর্মান্ধতার কাছে। ফলে সাম্প্রদায়িকতার প্রশ্নে বড় শত্রু হিন্দু সংহতি, বিশ্বহিন্দু পরিষদ, ভারত সেবাশ্রম সংঘ, আর এস এস থেকে কল্পিত সংগঠন সিমি বা অন্য কোন দিকে ধাবিত হবে এ আর নূতন কি?

কমরেড চারু মজুমদার, কমরেড কানু স্যন্নাল যে পথে হেঁটেছিলেন সে পথে এত বাঁক এসেছে নয়া জামানায় জানা ছিলনা।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

পাউডার বলেছেন:
ছাগলামির সীমা নাই। হিজবুল্লা কি কর্ছে? আমি আপনার বাপের পাছায় লাথি মারলে আপনি কি আমাকে আদাব বল্বেন? আশাকরি উত্তর দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.