নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্রিয়াশীল পশ্চিমবঙ্গ : অন্ধকার বাড়ছে

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

যারা খবরটা পড়েন নি, তাদের জন্য লিংক।

http://www.anandabazar.com/23bhum1.html

আরো কিছু খবরের লিংক

Click This Link

Click This Link

বোলপুরে খাপ পঞ্চায়েত এর নিদান নিয়ে আলোড়নটা অপ্রত্যাশিত নয়, বিষ্ময় এখনো অনেকে না কাটিয়ে উঠতে পেরে ভাবছেন এরকম আমাদের রাজ্যে কীভাবে ঘটতে পারল। কিন্ত এটা পশ্চিমবঙ্গে কি করে ঘটতে পারল ভেবে যারা অতি বিষ্মিত, তাদের বোধহয় ভেবে দেখতে হবে যে মতাদর্শ নির্ভর সমাজ এ ধরণের ঘটনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়, সেই ধরণের সমাজ দ্রুত পাল্টাচ্ছে। যে ধরণের সমাজকে আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন সংখ্যায় হোক বা না হোক মতাদর্শে আধিপত্য করতে দেখেছি, সেটার জায়গায় একটা নতুন ধরণের সমাজের আধিপত্য সামনে এসেছে। মেলা, মোচ্ছব আর ক্লাব।(এসবের মধ্যেও বা এসবের মাধ্যমেই এক সময়ে সুস্থ জীবনাচরণের বিকাশ ঘটেছে, আজকে এগুলো সাধারণভাবে অন্য চেহারায় আছে, আজকের চেহারাটা ধরেই কথা হচ্ছে) সুকুমার সংস্কৃতি নেই, তার বিকাশে চেষ্টা নেই।

বোলপুরের ঘটনাটা নিয়ে কিছু ভাবার চেষ্টা করছিলাম। ঘটনাটা নিঃসন্দেহে রোজকার ধর্ষণের খবরের মধ্যেও ব্যতিক্রমী। এটাকে পশ্চিমবঙ্গের খাপ বললেই শুধু হবে না। খাপ শাস্তি দেয়, কিন্তু তার একটা নিজস্ব 'মরালিটি'র ধারণা সেই নিন্দাযোগ্য শাস্তিতে থাকে।

কিন্তু এখানে আর একদল লোককে লেলিয়ে দেওয়া হল - তোরা মস্তি কর

এখানে খাপ এর 'মরালিটি' সেন্সটাও নেই, বরং তার উলটো টা আছে।

এখানে 'তথাকথিত' সমাজকে রক্ষা নয়, নিজের গ্রামের নারীকে নিজের গ্রামেই ভোগ করে নিতে হবে - একটা ক্রুড লালসা আর সেন্স অব পজেশন আছে। নারী হল পজেশন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

পাঠক১৯৭১ বলেছেন: ভালো থাকলে ভুতে কিলায়!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

লিখেছেন বলেছেন: সুচিত্রা সেন সম্পর্কে একটা post আশা করতে পারি প্রফেসর ?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

লিখেছেন বলেছেন: Gundey ছবিতে ইতিহাস বিকৃত করা সম্পর্কে একটা post আশা করতে পারি প্রফেসর ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

সৌভিক ঘোষাল বলেছেন: গুণ্ডে ছবিটা দেখা হয় নি। দেখা সম্ভব হলে, এবং লেখার জন্য প্রেরণা পেলে লিখব।
সুচিত্রা সেন সম্পর্কে লিখতে বলেছিলেন। চারদিকে তাঁর মৃত্যুর পর অজস্র লেখা হয়েছে। কি আর নতুন করে লিখব ? সুন্দরী ছিলেন, অভিনেত্রী হিসেবে আসামান্য ছিলেন কিনা সেটা যথেষ্ট বিতর্কের, প্রায় কুড়ি বছর ধরে উত্তম কুমার এর সঙ্গে জুটি বেঁধে বাঙালিকে মজিয়ে রেখেছিলেন - এসব চেনা কথা ছাড়া আর কি লিখব ?

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

লিখেছেন বলেছেন: thanks. nice post. but i still await your viewpoint regarding the movie.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.