![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
অতীতের মতো আবারো জমে উঠেছে শিয়া সুন্নি লড়াই। এবার রঙ্গস্থল ইরাক। সিরিয়ার লড়াই এখনো শেষ হয় নি, তার সঙ্গেই যুক্ত হয়ে গেছে ইরাকের গৃহযুদ্ধ। আমেরিকা জানিয়ে দিয়েছে এই লড়াই এ অংশগ্রহণ করে তাকে একটা পরিণতি দেবার ইচ্ছে তার একদম ই নেই। আসলে এই পবিত্র যুদ্ধকে থামিয়ে দেওয়া ঠিকও হবে না। মনে রাখা দরকার পবিত্র ধর্মের কোন পথ সত্য তা নিয়ে এই লড়াই চলছে। অসত্যের বিনাশের জন্য যদি সামান্য কিছু প্রাণ ধ্বংস হয়, তাতেও বেশি কিছু ক্ষতি হবে না। পরলোকে পরম প্রাপ্তি হবে, মোক্ষলাভ হবে। কোনভাষ্য সত্য, তা ইহ জগতের অন্যতম গুরূত্বপূর্ণ প্রশ্ন, তাকে বন্দুক আর গোলা বারুদ সহযোগে ধর্মীয় কূট তর্কে এগিয়ে নিয়ে যেতে হবে, দীর্ঘ, দীর্ঘদিন। আপাত মীমাংসা হবার পর যদি মনে হয়, না ঠিক হল না, তবে আবার শুরু করতে হবে যুদ্ধ। প্রকৃত সত্য অর্জনের লক্ষ্যে এই লড়াই দীর্ঘস্থায়ী হোক।
পুনশ্চ - এই সময় এই বিশ্ব - গর্ব করো একে নিয়ে। বিদ্ধ করো এর সমালোচকদের বর্শামুখে। থামিয়ে দাও সব বিরুদ্ধ স্বর। একটি মাত্র মৌলিক দর্শন যেন টিকে থাকে শ্রেষ্ঠ বলে। বাকি সবকিছুকে কোতল করো। দেগে দাও কাফের বলে, আর আরম্ভ করো জেহাদ। ভোগ ভোগ আরো ভোগ এর মন্ত্রের বিরোধী যারা, তাদের বলো রাষ্ট্রদ্রোহী, কারাগারের বাইরে যেন না থাকতে পারে তারা। উল্লাস, আরো উল্লাস কে যারা বাধা দিতে চাইবে, তাদের জন্য যেন প্রস্তুত থাকে জল্লাদ বাহিনী।
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সম্প্রদায় বিদ্বেষ ও বিদ্বেষী নিপাত যাক। ধ্বংস হোক।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৭
নাহিদ২৯ বলেছেন: আপনার বা আপনাদের মনের আশা পুরন নাও হতে পারে।