নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সাহিত্যে আগ্রহীদের জন্য

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মেকারস অব ইন্ডিয়ান লিটারেচর সিরিজটি সাহিত্য অকাদেমীর একটি অসামান্য প্রকাশনা। এটির অনেকগুলি বাংলা ভাষাতে পাওয়া যায়। ইংরাজী ভাষাতে বহুলতর সাহিত্যকারদের সম্পর্কে আলোচনা পাওয়া যায়। ভারতীয় সাহিত্য বিষয়ে পঠন পাঠন ভারতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হল না, এটা আক্ষেপের। কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচর চালু করার বিষয়ে ইউ জি স্যার ভাবনা চিন্তা জরুরী। সাহিত্য অকাদেমী, ন্যাশানাল বুক ট্রাস্ট যা অনুবাদের কাজ ও সাহিত্য ইতিহাস ও সাহিত্য সংকলন প্রকাশের কাজ এ তাবদ করেছেন সেটির ভিত্তিতেই কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচর এর পঠন পাঠন শুরু হতে পারে।

বাংলায় সাহিত্য অকাদেমী মেকারস অব ইন্ডিয়ান লিটারেচর সিরিজে যাদের ওপর আলোচনা প্রকাশ করেছেন, তার একটি তালিকা এখানে রইলো।

কেশবসুত, প্রেমচন্দ্র, লক্ষীনাথ বেজবরুয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবীর, রাজা রামমোহন রায়, বীরেশলিঙ্গম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নানালাল, ভাল্লাথোল নারায়ণ মেনন, রাহুল সংকৃত্যায়ন, মোহিতলাল মজুমদার, ভারতী, কাকা কালেলকর, ব্রক্ষ্মানন্দ কেশবচন্দ্র সেন, মোহন রাকেশ, কৃষনচন্দর, মীর মশাররফ হোসেন, অশ্বঘোষ, বিদ্যাপতি, শিবনাথ শাস্ত্রী, কম্বন, নিরালা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, গালিব, জয়শঙ্কর প্রসাদ, বিষ্ণু দে, অবনীন্দ্রনাথ ঠাকুর, কাজী আব্দুল ওদুদ, কাজী নজরুল ইসলাম, হরপ্রসাদ শাস্ত্রী, জগদীশ গুপ্ত, বাবা ফরিদ, ভবভূতি, রাজশেখর বসু, স্বর্ণকুমারী দেবী, রমেশচন্দ্র দত্ত, সতীনাথ ভাদুড়ী, বনফুল, অদ্বৈত মল্লবর্মন, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী, ফণীশ্বরনাথ রেণু, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, মহাদেবী বর্মা, রেজাউল করীম, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, ধূর্জটিকুমার মুখোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.