নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জয়ে পশ্চিমবঙ্গে সর্বত্র খুশির হাওয়া

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

বাংলাদেশের অসামান্য জয় এবং শেষ আটে চলে যাওয়ায় আমরা পশ্চিমবঙ্গের মানুষজনও ভীষণ আনন্দিত। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখছিলাম লোকজন টিভির সামনে ভীড় করে দাঁড়িয়ে খেলা দেখছেন, বাংলাদেশ জয়ের যত কাছে আসছে ততই আবেগে উচ্ছ্বাসে ভাসছেন। অনেকে দেখলাম ছোট্ট একটা দোকানে রেডিও কানে শুনছেন। পাশে আর একজন। হঠাৎ বিরাট উল্লাস। দাঁড়িয়ে বুঝলাম ইংলণ্ডের উইকেট পড়েছে একটা। সত্যি খুব খুব ভালো লেগেছে বাংলাদেশের এই জয়।

বাংলাদেশের এই জয় আরো বেশি আনন্দের কারণ বিপক্ষের খারাপ খেলার বিনিময়ে নয়, নিজেদের অসামান্য ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে এই জয় এসেছে। ব্যাটিং ভালো হয়েছে। প্রথম বাংলাদেশের হয়ে কেউ বিশ্বকাপে শতরান করলেন। ২৭৫ তোলার পর বোলারদের সামনেও চ্যালেঞ্জ ছিল রানটা ডিফেন্ড করার। সেটা তারা ভালোভাবেই করেছেন। ৩৫ থেকে ৪৫ ওভারে ইংলন্ড ম্যাচটা ঘোরানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে মানসিক চাপটা অতিক্রম করে বাংলাদেশ জিততে পেরেছে এটা বড় দিক।

বাংলাদেশ গ্রুপে তৃতীয় হয়ে উঠুক এটা চাইবো। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে দেখা হোক এটা চাইবো না। বাংলাদেশ এর সবাইকে অভিনন্দন আনন্দের মুহূর্তে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও এর প্রত্যক্ষদর্শী। :)

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংগালীতো,ভালো না লেগে উপায় আছে?

৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।


এই উৎসবে আপনারাও শামিল হয়েছেন জেনে আনন্দিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.