![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা
দুনিয়াজুড়ে কট্টর ইসলামিক শক্তি সাধারণ ভাবে বিশ্বাসী বা জন্মসূত্রে মুসলিম মানুষদেরই মারছে সবচেয়ে বেশি। হ্যাঁ, হিন্দু ইহুদী বা খ্রীষ্টানদেরও তারা মারছে বটে, কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদের সবচেয়ে বড় বলি শান্তিপ্রিয় সাধারণ মুসলিমরাই। আজকের কাবুলে যে জঙ্গীহানা হল, সেখানে সাধারণ মুসলিমদেরই নিশানা করা হল। কট্টর ইসলামিক শক্তিগুলির - আল কায়দা থেকে তালিবান হয়ে আইসিস বা বোকো হারাম - ঘোষিত লক্ষ্য গণতান্ত্রিক ইসলামের প্রতিষ্ঠা নয়, মধ্যযুগের ধ্যান ধারণা সমৃদ্ধ এক এমন শরিয়তি ইসলামের প্রতিষ্ঠা যার আওতায় এলে এই সময়ের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম পুরুষ এবং বিশেষভাবেই নারীরা একেবারেই সুখে হবেন না। কেউ কেউ কট্টর হিন্দুত্ব, বা ইহুদী শক্তির বিপ্রতীপে কট্টর শরিয়তি ইসলামের প্রতি কোনও কোনও পর্বে দুর্বলতা বোধ করলেও তাদের অধিকাংশ স্বাভাবিক সময়ে এর বিরোধিতাই করতে চাইবেন। যেহেতু কট্টর জঙ্গী ইসলামিক শক্তি সাধারণ শান্তিপ্রিয় মুসলিমদের ক্ষতি সবচেয়ে বেশি করছে, তাই মার্কিন ফ্রান্স ভারত বা ইজরায়েল এর চেয়ে অনেক বেশি করে ইসলাম অধ্যুষিত দেশগুলির যেমন বাংলাদেশের এই কট্টর ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার। সৌদিতে যে রাজতন্ত্র আছে ইসলামে সেই রাজতন্ত্রের জায়গা কোথায় ?
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
সৌভিক ঘোষাল বলেছেন: সেই যুদ্ধ চলছে। আর সামহোয়ার ইন ব্লগ এ আমার একটি বড় লেখা পাবেন আর এস এস ইতিহাস রাজনীতিকে উন্মোচিত করে।
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
খন্দকার আঃ মোমিন বলেছেন: লিখকের আবেগ কে সাগত জানাই , বলার ধরন ভাষার ব্যাবহার মোটেও গ্রহণীয় নয় ।
প্রথমেই বলি ইসলাম কে যানতে হলে ইসলামের মূলনীতি সম্পর্কে আগে যানতে হবে , আর তার জন্য আপনাকে কোরআন আর হাদিস সম্পর্কে জানা থাকেতে হবে কোন ধরনের গোঁড়ামির ভাবনা ছাড়া , একে বারে নিরুঙ্কুশ সত্যান্বেষণ প্রস্নেই আপনাকে কোরআন হাদিস অদ্ধায়ন করতে হবে , নিজের কোন ভাবনা কে প্রতিষ্ঠিত করার মানশে কোরআন হাদিসের থেকে দলিল তালাশ এর ভাবনা থাকতে পারবেনা, তাহলেই আপনি ইসলামের মুল অনুসন্ধানে আগিয়ে গেলেন বলে গন্ন হবেন ।
যা হোক ইস্লামে গোঁড়া বা কট্টর এর কোন সুযোগ নেই , যদি কেহ এই ধরনের ভাবনা রাখেন তাহলে সেটা ভুল ধারনা লিখক এখানে ইসলাম কে এ ধরনের একটা শ্রেণীতে বিন্যাস করেছেন যেটা দুঃখ জনক।
অন্য দিকে ইসলাম কে সমালচনার মুখোমুখি করতে দুনিয়ার তাবত ইসলাম বিরুধি শক্তি ইসলামের সুরু থেকেই তৎপর , তা হলে ইসলাম কে কুলশিত করতে আল কায়েদা বা তালেবান এর কার্যক্রম খুবি অবদান রাখতেছে ,( আই এস )ও এর বিকল্প নয় ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
সৌভিক ঘোষাল বলেছেন: ইসলামিক সন্ত্রাসের বিরোধিতা শুধু সন্ত্রাসের কারনেই করি। এর জন্য কোরান হাদিশ দরকার হবে কেন ? সে সব তো মুসলিমরা অবশ্যই পড়ে থাকেন, ব্যাখ্যা করেন। তার আলোতে তারা বলবেন আমার মূল বক্তব্য ঠিক না ভুল ? সবাই কেন কোরান পড়তে যাবে ? কিন্তু সবাই সন্ত্রাসের বিরোধিতা তো করবেই।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আপনার পোস্টের হেডিং টি সাংঘর্ষিক এবং বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর। পোস্টের হেডিং টি এমন হতে পারত '' বেসামরিক নাগরিক দের নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করুন ''।
কি করি আজ ভেবে না পাই এর সাথে একমত।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
খন্দকার আঃ মোমিন বলেছেন: সবাই কেন কোরান পড়তে যাবে ? কিন্তু সবাই সন্ত্রাসের বিরোধিতা তো করবেই
কোরআন পড়েই বুজতে পেরেছি সন্ত্রাস খারাফ তাই তার বিরোধিতা করি
কারন এই কোরআন পড়ে মেনেই আরবের বাঘা বাঘা বেক্তি হুলা সোজা হয়েছিলো , সন্ত্রাস নির্মূলে মানব সমাজ কে কোরআন পড়তে ও তার উপর আমল করতে উৎসাহিত করুন ।
কোরআন শুধু মুসলমান এর জন্য নয় এই কোরআন দুনিয়ার তাবত মানব সভবতার জন্য , তাই আসুন মানবের হাতে তাদের প্রাপ্তিকে তুলে দেই ।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১
মেহেদই হাসান বলেছেন: এক মুসলমানের আচরন জন্য আপনি ইসলাম কে দোষ দিতে পারেন না। গাড়ি ভুল চালালে গাড়ি দোষ না।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুদ্ধ ঘোষণার কী আছে? তাদের তো দমন করছেই যতটুকু সম্ভব। আফগানিস্তানে ছিল তাও এখন আর নেই। কোথাও এখন আর কট্টর জঙ্গি ক্ষমতায় নেই। মুসলমানরা সচেতন আছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
আমাদের চিন্তে বাদ দিয়ে আপনারাও কট্টর উগ্র বর্ণবাদী জঙ্গী হিন্দুত্ববাদের(শিবসেনা,বিজেপি,বজরঙ্গি.........) বিরুদ্ধে শান্তি প্রিয় হিন্দুরা যুদ্ধ করুন।