নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌভিকের চিন্তাচর্চা

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

সৌভিক ঘোষাল

পেশায় সাহিত্যের শিক্ষক। মতাদর্শে মার্কসবাদী। কোলকাতার বাসিন্দা

সৌভিক ঘোষাল › বিস্তারিত পোস্টঃ

প্রোজেক্টার

১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

টাটা স্কাই/ ভিডিওকন ডি টু এইচ ইত্যাদি সেট টপ বক্স এর পাঠানো ছবি প্রচলিত এল ই ডি টিভিতে না দেখে যদি সরাসরি প্রোজেক্টরের মাধ্যমে স্ক্রিন এ দেখতে চাই, তাহলে (ধরুন ৫৫ ইঞ্চি মাপের স্ক্রিন) কি ধরনের প্রোজেক্টর দরকার পড়বে ? তার দাম কত হতে পারে ? (এইচ ডি এম আই কেবল যেভাবে সেট টপ বক্স এর ছবিকে টিভিতে নিয়ে আসে তার পরিবর্তে প্রোজেক্টার এ নিয়ে আসবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:৪২

লুলুপাগলা বলেছেন: বাজারে পাওয়া যায় এমন যে কোন প্রজেক্টরই আপনি ব্যবহার করতে পারেন তবে তা যেন অবশ্যই হাই রেজু্লেশন হয়।
বাজারে দুই ধরণের প্রজেক্টর পাওয়া যায়ঃ
১. এল.ই.ডি টেকনোলজি
২. ডি.এল.পি টেকনোলজি
মূলত ডকুমেন্ট প্রজেক্শনের এবং অফিসিয়াল কাজের জন্য এল.ই.ডি প্রজেক্টর এখন বেশ জনপ্রিয় তবে ডকুমেন্ট প্রজেক্শন এবং সাথে ভিডিও বা মুভি দেখার জন্য ডি.এলপি. প্রজেক্টরই বেস্ট। আর মুভি বা ভিডিও/টিভি দেখা যদি প্রথম পছন্দ হয় তাহলে অবশ্যই ফুল এইচডি (১৯২০ * ১০৮০) হোম থিয়েটার ডি.এল.পি প্রজেক্টর আবশ্যক।

সারমর্ম ঃ সব প্রজেক্টরেই সব কিছু চালানো যাবে, তবে......
১. ডকুমেন্ট বা অফিসিয়াল কাজ প্রয়োরিটি হলে এল.ই.ডি প্রজেক্টর.
২. ভিডিও বা মুভি দেখা এবং সাথে ডকুমেন্ট বা অফিসিয়াল কাজ প্রয়োরিটি হলে ডি.এলপি. প্রজেক্টর
৩. মুভি বা ভিডিও/টিভি, খেলা দেখা প্রয়োরিটি হলে অবশ্যই ফুল এইচডি (১৯২০ * ১০৮০) হোম থিয়েটার ডি.এল.পি প্রজেক্টর। তবে দাম লাখ টাকার উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.