![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।
আমার ভোট আমি দিব
যাকে খুশি তাকে দিব
কেমনে দিমু আমার নেতা তো আটো সিলেকটেড....
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
শয়তান শাহীন বলেছেন: আপনে খারাইয়া যান..বেবাক্কে আফনারে ভুট দিমু.।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনার তুলনায় ভাগ্যবান, আমার এখানে ভোট হবে
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
শয়তান শাহীন বলেছেন: আমরাও হতে চাই
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
ময়না বঙ্গাল বলেছেন: না ভোটের অপশনের দাবীতে ব্লগারদের জাতীয় পর্যায়ে সোচ্চার হতে হব। কি বলেন ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
শয়তান শাহীন বলেছেন: সরকার নিজের পটু মারার ব্যবস্থা নিবে....!!!!!!
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শয়তান ভাই, ভুলক্রমে অন্য একটা কমেন্ট আপনার এখানে পোষ্ট হয়ে গিয়েছে, আশা করছি ঐটা সহ আমার এই মন্তব্যটাও মুছে দিবেন।
বুঝলাম না এমন শয়তানীটা কিভাবে হলো
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
শয়তান শাহীন বলেছেন: মজা যখন লিয়েছেন......দিলাম তাইলে মুছিয়া
মন্তব্যের জন্য ধন্যবাদ
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ ভোট ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
ভোরের সূর্য বলেছেন: ভাই এই স্লোগানটার কনসেপ্ট এখন একটু চেঞ্জ হয়ে গেছে।
আমার ভোট আমি দেব
দেখে শুনে তবেই দেব।
কারন যাকে ইচ্ছা তাকে দেব বলতে গেলে ইচ্ছা করলাম আর খারাপ,দুর্নীতিবাজ লোক কে ভোট দিলাম সেটা নৈতিকভাবে ঠিক না।বা কোন আসনে অনেক প্রার্থী দুই প্রধান দল সহ অন্য দলের কিন্তু কোন প্রার্থীই ভাল না সেখানে কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করার মানে হয় না। আর না ভোটের অপসন থাকলে 'না' ভোট দেয়া।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
শয়তান শাহীন বলেছেন: আপনার এই আশা কোনোদিন ই পূরণ হবে না কারণ কোনো সুফী-সাধক ইলেকশানে খারায় না.....আমরা সব সমুই এক চোরকে বাদ দিয়ে আরেকটারে আনি...অপশনেই চোর ছাড়া কেউ থাকে না
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
ভোরের সূর্য বলেছেন: আশা যদি পূরণ না হয় তাহলে ভাই কিছু করার নাই। বরং ভোট দেব না কিন্তু ভোট দিয়ে দুরনীতিবাজ,টেন্ডারবাজদের নির্বাচিত করবো না। হয়তো সে অন্যের দেয়া ভোটে নির্বাচিত হয়ে আসবে কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকবো যে আমি কোন চোর ডাকাতকে ভোট দিইনি বা আমার দেয়া ভোটে কোন সন্ত্রাসী বা টেন্ডারবাজ নির্বাচিত হয় নি।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শয়তান শাহীন বলেছেন: ১০০% হালাল কথা
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যাকে ভোট দিতে চাই, সে ভোটে দাঁড়ায় না