![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।
ভারতীয় ছবিতে বাংলাদেশের ইতিহাস বিকৃতি; ফেসবুকে তোলপাড় কি সুন্দর মামা বাড়ির আবদার....!!!কোম্পানী গুলা আবেদন করেছে দাম বাড়ানোর জন্য তাই আমরা দাম বাড়াবো..এইটা কোনো কথা..????
এই বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে আবার সব কিছুর দাম বেড়ে যাবে।
অনেকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে কোম্পানী গুলো কি খাবে না...???
উত্তর ও খুব সহজ....কোপানী গুলার কী এতদিন খাওয়ার কথা ছিল..???
বাটপার সরকার
মানলাম তখন বিম্পি....লুট করছে...দেশে বিদ্যুতের ভয়ানক চাহিদা ছিল...তাই কুইক রেন্টাল এর বেবস্থা হইয়াছে ....তখন তো বলেছিল যে এগুলো মাত্র ১ হতে দেড় বছরের জন্য....কিন্তু সেগুলা আজ পর্যন্ত কেনো এল....????
কেন সেগুলো বাদ না দিয়ে দীর্ঘ মেয়াদে গেল না.।উত্তর খুব সহজ...তাহলে সরকার পন্থী পতিতা গুলো টাকার হরিলুট করতে পারবে না...
আবার কইতাছে গ্যাস এর দামও নাকি বাড়াইবো...কিন্তু এইটার জন্য কে অনুরোধ করছে....????
যাবতীয় পন্য সামগ্রীর মূল্য বাড়ার জন্য এই এই জারজ সরকার দা্য়ী।
জনগণের ট্যাক্সের পয়সা যায় তানভীর কাকার পকেটে ভর্তুকী দিবে কীভাবে...??
যখন দেখি ভারত তার চলচিত্রের মাধ্যমে বলার চেষ্টা করছে যে ভারত পাকিস্তান যুদ্ধের ভারতের বিজেয়ের ফলে বাংলাদেশ নামক দেশের জন্ম....দু:খ লাগে ইমরান ভাইরা চুপ থাকে...পাকিস্তানের বিরোধীতা করতে পারলে ভারতের কেন পারা যাবে না...???বাইনচোদ ইমরান...আজকে তোরর দেশ প্রেম কই....???
এই লেখা পড়ে অনেকের আঁতে ঘা লাগতে পারে...যাদের লাগবে তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকল না...
এতটুকুই বলতে পারি তাদের অনেক আছে....মাছ বেবসা কইরা কুটিপুতি হইয়া গেছে তাই ১০০ টাকার মাছ ১০০০ দিয়া নিতে পারবো কিন্তু আমি আপনি পারতে কোমরের জোর কমে যাবে।টাকা গেলে আপনার আমার পকেট থেকে যাবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
শয়তান শাহীন বলেছেন: সে তো কখনই কবি ছিল না নীরব থাকা তো পরের কথা...
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
নিশাত তাসনিম বলেছেন: যখন দেখি ভারত তার চলচ্চিত্রের মাধ্যমে বলার চেষ্টা করছে যে ভারত পাকিস্তান যুদ্ধের ভারতের বিজেয়ের ফলে বাংলাদেশ নামক দেশের জন্ম....দু:খ লাগে ইমরান ভাইরা চুপ থাকে...পাকিস্তানের বিরোধিতা করতে পারলে ভারতের কেন পারা যাবে না...??
এক্ষেত্রে কবি নীরব।