![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।
Marketian আর Financian এর গপ্প...
একটা খুব সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি খানা-পিনার দোকান...অনেক soothing সবুঝ আর বিগুনী রং এর একটা আলো ছায়ার কুতকুত খেলা...সেই এক অন্য রকমের পরিবেশ ....দেখিয়া মনডা ফাইন হইয়া যায়..Light এর Lux আরেকটু বেশি থাকলে ভাল হইত তয় কানাবাবার আশির্বাদ যে একটু আলো আছে নাইলে বাদুড়ের গুণ অর্জন করিতে হইবে অথবা হেলোজেন নিয়া আসিতে হইবে..উমাগো!!..তাও আবার কপোত-কপোতিদের জইন্য চাটা্ইযে ঘেরা খোপ...যেখানে খানা-পিনার সাথে ভালবাসা চেটে-পুটে আর লুটে-পুটে খাওয়ার এমন এক ব্যবস্থা যার জন্য মনে হয় পয়সা দেওয়া লাগবে না...।ফ্রী...বাহ! বেয়াফুক বিনুদুন।
যাউগ্গা...এই দুইজনা আসিলেন।বসিলেন কোনার একটা টেবিলে (বি:দ্র: খোপে নয়)।
কি মজা মজা করিয়া ভালবাসার বিনময়..চলিতে লাগিল.....কিন্তু টেবিলের পাশের খোপের সুনামির তান্ডবে তাহাদের মনোযোগের বিগ্ন ঘটিতে থাকিল।
অবাক করা ব্যপার হইল যে কেয়ামত মনে হয় কাছে আইসা পরিছে....আর তিনারা মনে করিয়া ওয়ালেট খানা আনিয়াছেন মাগার নিশ্চিত লজ্জা শরম খানা ভুলে বাড়িত থুইয়া আসিছেন । খোপের চাটাই খানা একটু টানিয়া খিচিয়া বসিলেই কিন্তু কিন্চিৎ ভাল হয়।
কিছুক্ষণ যাইবার পরে Marketian বেচারার Financian সাহেবাকে একখানা চুমু খাইবার স্বাদ জাগিল (বি:দ্র: উমম শুধু ছোট্ট করে একটা চুম্মা..কিস না কিস না...কোনো লুলামির গন্ধ খুজা চলিবে না)
Financian সাহেবার আবার শরম ব্যাংকে একাউন্ট আছে তো তাই একখানা শর্ত ধরাইয়া দিল..
যে বেহায়া কপোত-কপোতিদের বলিতে হইবে যে তিনাদের সুনামি কিছুক্ষণ থামইয়া রাখিতে হইবে এবং বলিতে হইবে যে চাটাই খানা আরেকটুহ টানিয়া খিচিয়া বসিতে" এই কথা শুনিয়া বেচারার মাথার উপর ঠাডা পড়িল.....সব স্বাদ-আল্লাদ যেন ফুড়ুৎ করি মালয়শিয়ান বিমানের মত হাওয়া হইয়া গেল।
কিন্ত তিনি তো Marketian..হঠাৎ একটা জম্পেশ আইডিয়া পয়দা করিলেন
তিনি টুনি কে বলিলেন চল সুনামির বিপরীতে গিয়া বসি...
Financian : তোমার কি মাথা খারাপ হয়ে গেছে
Marketian : আরে নাহ..!!
Financian : তুমি কি ওদের এগুলা দেখার জন্য ওখানে বসবা...ছী.!!
Marketian : মেয়ে মানুষের একটাই সমস্য কিছু বুঝে না। আর যদি কিছু
বুঝে তাইলে একবারে ৫ ফুট বেশি বুঝে। চল তো...
কথা মত এক্কে বারে ধপাস করিয়া বসিয়া পড়িল সেই বিপরীত টেবিলে...আর ততক্ষণে কপোত-কপোতির লজ্জা-শরম ফার্মগেটের জ্যাম ঠেলিয়া নগদ আসিয়া পড়িল.. (টেবিল একখান,চেয়ার দুইখান কিন্তু কথা আছে মানুষ দুইখান একচেয়ারে)
তিনারা তাড়াহুডা করিয়া কি কি জানি ঠিক করা ইস্টাট করিলেন.....কিন্তু মশাইয়ের মোমবাত্তি তো সহজে গলে না..
.কিচ্ছু তো করার না....আক্কেল গুড়ুম....তাই হনহন করিয়া ক্যাশ কাউন্টারের দিকে আগাইয়া গেল।
Financian : মানতে হবে তোমার বুদ্ধি আছে।
Marketian : তাহলে পুষ্কারটা দিয়ে দাও...পিলিজজজজ...
Financian : উমমম্মাাহহহ..!!!!
Marketing and Finance একে অপরের পরিপূরক
Moral of the story "সব কিছু সব সময় সব জাগয়গায় খাওয়া সমিচীন নয় কারন ফ্রী জিনিষটা আসলেই খারাপ"
©somewhere in net ltd.