![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।
বহুত দিন পর পোস্ট ছারলাম....
ত্যানা পেঁচানি ছাড়া আর কোন কাম নাই মাল সাহেবের.....
সরকারী বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা যদি তুফান মেধাবী হয় তাহলে তো বেসরকারী বিশ্ববিদ্যলয়ের যে শিক্ষারথীরা ওয়েভারে পড়ে তারা তো হবে সাইক্লোন মেধাবী. বিশেষ করে ... IUB-NSU-EWU-BARC-AIUB....কারন তারা পুরা ৬ লক্ষ টাকা ফাউ পড়ে যেখানে কর্তৃপক্ষ এই সুযোগ দিতে বিন্দু-বিসর্গ ছাড় দেয় না। একজন সরকারী বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী একবার ভর্তি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই ফাউ পড়ার অধিকার পেয়ে যায় যেখানে বেসরকারী বিশ্ববিদ্যলয়ের সে শিক্ষারথীকে প্রত্যেক সেমিষ্টারেই তার মেধার পরিচয় দিতে হয় নাহলে পরের সেমিষ্টারে তার ফাউ পড়ার সুযোগ ঘ্যাচাং করে নাই হয়ে যাবে। আর যে যাইই বলুক এই বেসরকারী বিশ্ববিদ্যলয় গুলো সবাই ( INEBA ) সমান।
VAT দিবেন ভাল কথা তাহলে সরকারী বিশ্ববিদ্যলয়ের সান্ধ্যকালীন কোর্সে কেন বাদ পড়বে এখানেও তো কর্তৃপক্ষ শিক্ষর্থীদের কাছ থেকেই সরাসরি বেতন নেয় তাদের ব্যয় নির্বাহ করে।এই জন্য বেসরকারী বিশ্ববিদ্যলয়ের কাছ থেকে আপনি পাবেন আনুমানিক ৩০০ কোটি টাকার মত। টাকার যখন এতই দরকার তাহলে হলমর্কের ৪০০০ কোটি টাকা কেন কিছুই না বলে উড়িয়ে দিলেন, তাহলে কেন এই বৈষম্য...অন্তত সেই টাকাটা থাকলে আগামী ১৩ বছর পর্যন্ত আপনাকে খোঁচা মারতে হত না। ৩০০ টা MP VAT ছাড়া গাড়ি আনসে সেখানে হাজার কোটি টাকার চিন্তা হল না...ভারতের কাছে শুল্ক চাইতে আপনার শরম করে আর এই পোলাপান গুলার গলার উপর ছুরি বসাতে আপনারে এতটুকুও বাধল না
বেসরকারী বিশ্ববিদ্যলয়ের পোলাপান গুলা যখন ঢাকা শহর স্থবির করে দিল তখন আপনার মুতা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় আপনি তখনই তাড়াতাড়ি করে NBR কে দিয়ে একটা বাকওয়াস নোটিশ পাঠালেন যে বিশ্ববিদ্যলয়ের কর্তৃপক্ষ Vat দিবে তোমরা না...যেটা সরাসরি VAT আইনের বিরোধী...মানে হল একজন পুরুষের পুত্র সন্তান প্রসবের মত সংবাদ হা হা হা...আর আজকে আপনি ব্যবস্থা গ্রহন করেছ্েন অথবা যখন বুঝতে পারলেন এই পোলাপান গুলা জনগণের সম্পদ বিনষ্ট করবে না তখন আবার চলে গেলেন আগের চেহারায়....বাহ! খুব চমৎকারের পরিবর্তে মচৎকার লাগিল....কি করবেন Expire Date শেষ হয়ে গেলে দুধ যেমন বিস হয়ে যায় আপনিও ঠিক তাই হয়ে গেছেন।
বর্তমানে বাংলাদেশে মোটামুটি ৪৫ জন ব্যক্তি রয়েছেন যারা আনুমাণিক ১ কোটি টাকা করে আপনাকে রাজস্ব দেয়। পুরো বাংলাদেশে ১৩-১৫ লক্ষ মানুষ ঠিক মত রাজস্ব দেয় আপনি সেটা কে আরো বাড়ান...১ কোটি মানুষকে করের আওতায় নিয়ে আসেন....সেটা না করে যারা ইতোমধ্যে দিচ্ছে তাদেরকে আরো চাপ দিচ্ছেন....ভুদাইগিরির তো একটা লিমিট আছেরে মামু...!!! এরশাদ চাচা হইল পল্টিবাজ....আপনেতো তাকেও হার মানাইছেন। আপনার কাছে শরম বলতে কি কিছু নাই, নাকি সেটাকেও Export করে বাইরে পাঠাই দিছেন। আপনি তো এখন ঢাকার লোকাল বাসের হেল্পারের রেকর্ডও ভেঙে ফেলছেন....যতই চিল্লাও আর গাইল্লাও...সব কিছু মনে হয় তাদের চামড়া উপর দিয়ে স্লিপ করে চলে যায়।
টাকা লগবে..? আপনারা যারা অতি কথনে ওস্তাদ ...তাদের মুখের কথার উপর সরাসরি ৫০% বসাই দেন দেখবেন বাংলাদেশে বুর্জ খলিফার মত টাওয়ার বানানোর টাকা হাতে চলে আসছে। কে দিছে বলবেন ভূতে দিছে। চ্যানেল ২৪ এ দেখলাম আপনার র ই কিছু ৩য় শ্রেণীর ভাগিনারা কয়েকদিন আগে সরকারি সম্পদের মালিক বনে গেছে এবং শত কোটি টাকার মিল কে তারা ১৭ কোটি টাকা দিয়ে বেইছা দিছে....এখন তারা আমেরিকা থাকে....ইসসসস !!! কি মজা...!! শাবানা-আলমগীরের বাংলা ছবির কাহিনীও ফেইল।
২০০১/২০০২ এর কথা ...অবস্থা সম্পন্ন পোলাপান যখন বিদেশ পাড়ি দিত তখন তো কাড়ি কাড়ি টাকা দেশের বাইরে চলে যেত...এই টাকা পাচার আর মেধা পাচার দুইটাই ঠেকাইছে বেসরকারী বিশ্ববিদ্যলয়। আপনার ক্সমতা ৩৭,০০০ শিক্ষার্থীকে পড়ানোর তাহলে কোন দু:খে ১,৫০,০০০ হাজার পোলাপনকে HSC পাস করাই দিলেন...তাহলে বাকি গুলা যাবে কই। এই বার তো BCS ক্যাডার হইসে বেসরকারী বিশ্ববিদ্যলয়ের পোলা....
কি আর করবেন...এই বেজন্মা সরকারের আপনি একজন বেজন্মা মন্ত্রী...জেনেটিক্যালি ও কি আপনি এইরকম কিছু কিনা সেটাও বিবেচনা করা দরকার
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২
ধূসরছায়া বলেছেন: এই দেশে রাজনীতি করতে গেলে, লাজ-শরম-বুদ্ধি, এই ধরনের বিষয় গুলো থাকতে নেই! মুহিত দাদু এটাই আরেকবার প্রমান করে দিলেন!
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
হালি্ বলেছেন: কঙ্কি ! উনি ত্যানা পেচানি জানবো কেম্নে । হ্যায় কি সামুর ব্লগার আছেলে
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনি তো এখন ঢাকার লোকাল বাসের হেল্পারের রেকর্ডও ভেঙে ফেলছেন....যতই চিল্লাও আর গাইল্লাও...সব কিছু মনে হয় তাদের চামড়া উপর দিয়ে স্লিপ করে চলে যায়।
সঠিক কথাটাই বললেন ভাই।
বাসের হেলপারও তার বিরুদ্ধেই বলে..
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
রানা আমান বলেছেন: প্রধানমন্ত্রীর পূত্র এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে৷"
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: টাকার যখন এতই দরকার তাহলে হলমর্কের ৪০০০ কোটি টাকা কেন কিছুই না বলে উড়িয়ে দিলেন কেন ...অন্তত সেই টাকাটা থাকলে আগামী ১৩ বছর পর্যন্ত আপনাকে খোঁচা মারতে হত না।
৩০০ টা MP VAT ছাড়া গাড়ি আনসে সেখানে হাজার কোটি টাকার চিন্তা হল না...
ভারতের কাছে শুল্ক চাইতে আপনার শরম করে
আর এই পোলাপান গুলার গলার উপর ছুরি বসাতে আপনারে এতটুকুও বাধল না+++++++++++++++++++++++্