নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।

শয়তান শাহীন

আমি একজন মানুষ।আমি একজন মুসলিম। আমি একজন বাংলাদেশী বাঙালি।

শয়তান শাহীন › বিস্তারিত পোস্টঃ

হাদীস নিয়েও প্রপাগান্ডা। সতর্ক হউন

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬

!!!! দৃষ্টি আকর্ষণ !!! দৃষ্টি আকর্ষণ !!! দৃষ্টি আকর্ষণ !!! দৃষ্টি আকর্ষণ !!! দৃষ্টি আকর্ষণ !!! দৃষ্টি আকর্ষণ !!!

হাদীস নিয়েও প্রপাগান্ডা। সতর্ক হউন....................

গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। সেটা ছিল একটা টিকটিকির ছবি আর পাশেই আমাদের নবিজী মুহাম্মদ (স) একটা হাদিস বর্ণীত ছিল, যার মুল কথা ছিল কোন এক কারনে নাকি টিকটিকি মারা ভাল কাজ এবং সওয়াব ও নাকি পাওয়া যাবে। এই রকম কথা ছোট বেলায় আমরা অনেকেই শুনে অভ্যস্ত। এবং নীচে বোখারী সহ আরো কয়েকটি কিতাবের রেফারেন্স ও দেওয়া ছিল। ছবিটি আমার কাছে নাই...

এই কথিত হাদিস টি পড়ে একটা Confusion তৈরী হয়ে গেল এবং বিশ্বাস করতে পারলাম না..কারন একবার এক সাহাবী বলেছিলেন নবিজী (স) বিনা কারণে ছোট থেকে ছোট জীব কেও হত্যা করা সমর্থন করতেন না ({যেমন- একবার কোন এক গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হবার পর পথে রাত হয়ে গেলে এক সাহাবী মশাল জালাতে নিলে নবিজী (স) তাকে বল্লেন সাবধানে এটা ব্যবহার করবে যাতে করে অজথা একটা পিপডাও না মারা যায়----রেফারেন্সটা ভুলে গেছি)} আর টিকটিকি দেখা মাত্রই ইহাকে মারিয়া ফেলিতে হইবে , এবং সেটা করিলে সওয়াবও পাওয়া যাইবে এটা একটা ফাউ কথা...কারণ এটা তো আমার কোন ক্ষতি করছে না...যতক্ষন পর্যন্ত এটা আমার ক্ষতি করছে না ততক্ষন পর্যন্ত আমি এটাকে মারব কেন...তাই বোখারীর রেফারেন্স টা লিখে রাখলাম...হাদীস সংখ্যা লিখা ছিল "সহীহ বোখারী- ৩৩০৭ এবং ৩৩৫৯"।

তারপর নেট থেকে বোখারি শরীফের বাংলা ভার্সন ডাউনলোড করে যাচাই করলাম (http://www.quraneralo.com/bukhari/)
এই ভার্সন টি তৈরী/অনুবাদ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ভার্সনটির ৬ষ্ঠ খন্ডের ১৯৭ নং প্বষ্ঠার ৩৩০৭ নং হাদীস এবং ২৩৬ নং প্বষ্ঠার ৩৩৫৯ নং হাদীস দেখে রীতিমত আঁতকে উঠলাম কারণ বোখারী শরীফের উল্লেখিত রেফারেন্স এর কোথাও এই রকম হাদীস লেখা হয় নাই। উদ্দেশ্য প্রোণদিত ভাবে এটাকে ছড়ানো হয়েছে।
------[লিখলাম না, স্ক্রিন শট দেওয়া হল]-----
এখন প্রশ্ন হল এই ছবি টির সত্যতা কি...>>>??? শয়তান খুব সুকৌশলে আমাদের মধ্যে বিভাজন তৈরীর কাজটা করছে।

---------------ভুল হলে সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করলাম--------------------

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

বাংলার ফেসবুক বলেছেন: এই কথিত হাদিস টি পড়ে একটা Confusion তৈরী হয়ে গেল এবং বিশ্বাস করতে পারলাম না..কারন একবার এক সাহাবী বলেছিলেন নবিজী (স) বিনা কারণে ছোট থেকে ছোট জীব কেও হত্যা করা সমর্থন করতেন না ({যেমন- একবার কোন এক গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হবার পর পথে রাত হয়ে গেলে এক সাহাবী মশাল জালাতে নিলে নবিজী (স) তাকে বল্লেন সাবধানে এটা ব্যবহার করবে যাতে করে অজথা একটা পিপডাও না মারা যায়----রেফারেন্সটা ভুলে গেছি)} আর টিকটিকি দেখা মাত্রই ইহাকে মারিয়া ফেলিতে হইবে , এবং সেটা করিলে সওয়াবও পাওয়া যাইবে এটা একটা ফাউ কথা...কারণ এটা তো আমার কোন ক্ষতি করছে না...যতক্ষন পর্যন্ত এটা আমার ক্ষতি করছে না ততক্ষন পর্যন্ত আমি এটাকে মারব কেন...তাই বোখারীর রেফারেন্স টা লিখে রাখলাম...হাদীস সংখ্যা লিখা ছিল "সহীহ বোখারী- ৩৩০৭ এবং ৩৩৫৯"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.