![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু ক্রোশ দুরে আজি ছেলে আছে পড়ে ,/
ভাবিতেছে থেকে থেকে প্রেয়সীর তরে ;/
দশ মাস বুকে যেই রেখে ছিল তারে ,/
তার চোখে নীর ধারা বারেবার ঝরে ;/
বারে বারে মা যে তার , ডাকে 'ফিরে আয়'/
তার তরে কেঁদেকেঁদে মরনেরে চায় । /
ঊঠানেতে চোখ রেখে ক্ষনে ক্ষনে দেখে /,
ছেলে বুঝি ফিরে এলো সবকিছু রেখে । /
নিঁদ কবে ছুটিয়াছে পাকিতেছে চুল ,/
বুকে যেন বিধিতেছে বেদনার ই শুল ,/
নিশি রাতে যবে দুরে পেঁচা উঠে ডেকে ,/
কেউ যেন বুকে তার শোঁক পাখি আঁকে ;/
এভাবেই অভাগীর , জুড়াইল হাড়/
ধরনীর কোল পেলো , ভালবাসা তার ।/
(সনেট )
©somewhere in net ltd.