![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনি কি মনে করেন, আপনি এমন কথা শুনতে পান যা অন্য কেউ শুনতে পায় না ?
-জি ।
-কি শুনতে পান ?
-আমার ব্যাপারে ওরা কথা বলে ।
-কারা কথা বলে ?
-আমি ওদের চিনি না ।
-কি বলে ?
-জুলাই এর ২২ তারিখে নাকি আমার মৃত্যু হবে !
-জুলাই এর ২২ তারিখে কি আপনার জীবনে কোন গুরুত্বপুর্ন ঘটনা ঘটেছে ?
-ঠিক মনে করতে পারছি না ।
-আপনার জন্মদিন, কিংবা আপনার প্রিয় কারো জন্মদিন ?
-না ।
-আর কোন সমস্যা ?
-না স্যার ।
-নিন , যে ওষুধগুলো লিখে দিলাম নিয়মিত খাবেন, আর একমাস পর দেখা করবেন ।
***
মাঝরাতে একবার ঘুম ভেংগে গেলে আবার ঘুমানো মুশকিল । তখন সারারাত জেগে থাকা ছাড়া করার আর কিছু থাকে না । মাথায় ঘুরপাক খায় অদ্ভুত সব চিন্তা । মেডিকেল লাইফের পুরনো স্মৃতিরা এসে ভিড় করে ।
-কে? ...কে ? ...কে কথা বলে?
-কি ব্যাপার মাঝরাতে চেচাচ্ছ কেন ?
-কারা যেন কথা বলছে.. !!
-কই ? আ..আমি তো কারো কথা শুনতে পাচ্ছিনা!
-আশ্চর্য ! এত জোরে জোরে ওরা কথা বলছে আর তুমি কিছুই শুনতে পাচ্ছনা ?
-কি বলছ এসব ?
-না মানে সত্যি শুনতে পাচ্ছ না?
-না তো । কারা কথা বলে ? কি বলে ?
-আমি নাকি খুনি !!
***
-হ্যালো ! এটা কি রমনা থানা ?
-হ্যা । কি ব্যাপার বলুন ।
-আমি প্রফেসর ডাঃ রাশেদ । ঢাকা মেডিকেলের সাইকিয়াটির ডিপার্টমেন্টাল হেড ।
-জি বলুন স্যার । আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ?
-ইয়ে ...মানে ২৩ বছর আগে আমি একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলাম !
-জি ?
-২৩ বছর আগের এক বিকেলে আমার ওয়াইফের জন্মদিন ২২ জুলাই আমি একজনকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলেছিলাম !
-ইয়ে মানে এতদিন পর ..
-মানে আপনাকে ঠিক বুঝাতে পারব না । আমার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে ..মানে আমি এমন কথা শুনতে পাচ্ছি যা অন্য কেউ শুনতে পাচ্ছে না ... হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ? হ্যালো ?
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগবাড়ীতে বেড়ানোর জন্য ।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আসলেই তৃতীয় পক্ষ !
গল্প ভাল লেগেছ।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
মহাশুন্য বলেছেন: আসলেই তৃতীয়
পক্ষ !
অনেক ধন্যবাদ ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
নূর আদনান বলেছেন: ভাল লাগল
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মহাশুন্য বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যালো , ভাল