![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মাঝে মাঝে কাগজের
নৌকো করে অথই সাগরে ভাসব ,
উতল হাওয়া ডাক দিলে আনমনে
ধানক্ষেতের আল
দিয়ে একা একা অচেনা গান গাইব ;
বাদলের দিনে মাঝে মাঝে নিরবে কদম
ফুলগুলো দেখবো ,
মাঠের ব্যাঙ ডাক দিলে নিশিতে
শ্রাবন ধারায় আমি ভিজব ;
শরতে আকাশে শাদা মেঘের নাচ
দেখে মাঝে মাঝে থমকে দাড়াব,
দোল খেয়ে বাতাসে দোয়েল
হাতছানি দিলে
একা একা হাতখানি নাড়ব ;
জলভরা খালে মাঝে মাঝে ছিপ
নিয়ে আমি বসব ,
ঢেউ খেলা পানিতে পদ্ম হাসলে
জলে নেবে তার কাছে যাব ।
///////////////////////////
©somewhere in net ltd.