![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল স্রোতে নীল জলে
মিশে যাব একদিন ,
থেমে যাবে মনমাঝি
বেজে যাবে শেষ বীন ;
ছেড়ে যাবো মেঠো পথ
সবুজের এই হাট ,
শিশিরের ফুলতোলা
দুরের অই খেয়া ঘাট ;
হয়তোবা ভুলে যাবো
নীল এই আকাশের
বুকে ভেসে কত মেঘ
ছুয়ে যেত তাঁরা দের
শরতের নিশি মাঝে
ঘুমহীন আনমনা
আর বুঝি কোনদিন
কোন পেঁচা দেখবো না ;
এই মাঠে ভেসে আসা
কৃষকের কলরব ;
রয়ে যাবে ঠিকঠাক
আমি হীনা আর সব ।
©somewhere in net ltd.