![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ের বাকে রাতের
আধাঁরে একা একা হাটলাম..
মনে পড়ে গেল জীবনানন্দের কথা এমন
অন্ধকারেই তিনি লিখেছিলেন -'এক
বিপন্ন বিষ্ময় খেলা করে আমাদের
অর্ন্তগত রক্তের ভেতরে' ..আরও
মনে পড়ল আমার প্রিয় একটি কবিতা ,এক
নির্ঘুম রাতে যা লিখেছিলাম...
একদিন
কালস্রোতে নীল জলে
মিশে যাব একদিন,
থেমে যাবে মন মাঝি
বেজে যাবে শেষ বীণ;
ছেড়ে যাব মেঠো পথ,
সবুজের এই হাট,
শিশিরের ফুলতোলা
দূরের ঐ খেয়াঘাট;
হয়তোবা ভুলে যাব,
নীল এই আকাশের,
বুকে ভেসে কত মেঘ,
ছুয়ে যেত তাঁরাদের;
শরতের নিশিমাঝে,
ঘুমহীন আনমনা ,
আর বুঝি কোনদিন ,
কোন পেঁচা দেখবনা ;
এই মাঠে ভেসে আসা ,
কৃষকের কলরব ,
রয়ে যাবে ঠিকঠাক,
আমিহীনা আর সব...!!
.. ...অনেকদিন পড় কবিতা লেখার
নেশা চেপে বসেছে,
চেপে বসেছে বরফের মত চাঁদের
ঢেলে দেওয়া ফোয়ারার
মায়াবী হাতছানি ;..ইচ্ছে করছে এ
শহরের কোলাহল ছেড়ে নিঃসঙ্গ
হতে ,কিংবা ভাবনার
তোড়ে ভেসে যেতে দিগন্তে ... ...কিন্তু
হায় বিপন্ন বিষ্ময় ,বিপন্ন আমি, বিপন্ন
আমার কবিতার মিছিল...
©somewhere in net ltd.