নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাশুন্য থেকে মহাশুন্যে

একদিন সব শুন্য হবে

মহাশুন্য

শুন্য মহাশুন্য

মহাশুন্য › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের বাকে বাকে -৩য় পর্ব ।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৬

ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল । মেঘলায় উপজাতিদের দোকান থেকে চড়া দামে ডাব আর শশা খেয়েছিলাম , এছাড়া আরকিছু পেটে পড়েনি তাই হোটেল তাজিংডং এ খাবার খেয়ে নিলাম । এরপর রুমে বিশ্রাম । সন্ধায় ২নং গলিতে গ্রামীন ব্যাঙ্কের উল্টোদিকে এক চাচার দোকানে মুড়ি মিকচার খেলাম । জিনিসটা অনেকটা ইফতারির ছোলা-মুড়ির মত । বেশ ভাল লাগল । এরপর যতদিন বান্দরবানে ছিলাম প্রতিদিন সন্ধায় এটা খেয়েছি । নাস্তা করে ম্যালেরিয়ার প্রোফাইল্যাক্সিসের জন্য দোকানে মেলাসাইড ট্যাবলেট কিনতে গেলে শুনলাম , এখন বান্দরবানে ম্যালেরিয়া প্রায় শুন্যের কোটায় তাই প্রোফাইল্যাক্সিসের প্রয়োজন পড়েনা । তারপর হোটেলে ব্যাক করলাম । সেখানে পরিচয় হল মারমা তরুন প্রু সে এর সংগে । সে লোকাল পত্রিকায় কাজ করে । খুব লাজুক কিন্তু মিশুক । মারমা কৃষ্টি কালচার নিয়ে বেশ কিছুক্ষন আড্ডা হল । মোবাইল নং এবং ফেসবুক আইডি বিনিময় হল তার সাথে ।

রাতের খাবার খেলাম এম. আমিরাবাদ হোটেলে । কয়েক রকম ভর্তা পাওয়া যায় । রান্না বেশ চমৎকার এবং সাশ্রয়ী । বান্দরবানের ৩ নং গলিতে আমিরাবাদ নামে ২টি হোটেল আছে । একদম শেষ মাথার হোটেলটি বেশি ভাল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

উদাস কিশোর বলেছেন: আরো বড় এবং সাথে ছবি থাকলে বেশ ভাল হতো

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৫

মহাশুন্য বলেছেন: আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.