![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের অগ্নিঝরা দিনগুলোর সাক্ষী এই রক্তাক্ত বুলেট। ৪৩ বছর ধরে তিলতিল করে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার মিলনবাজারের মোমেনা খাতুন বয়ে বেড়াচ্ছিলেন এই ঐতিহাসিক স্মারক। বয়সের ভাড়ে নুহ্য মোমেনা খাতুনের ৪৩ বছরের কষ্ট লাঘব হল রংপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়ের নেতৃত্বে একদল দক্ষ সার্জনের আন্তরিক প্রচেষ্টায়। একাত্তরে পাক-বাহিনী লালমনিরহাটের হাতিবান্ধায় চালায় বর্বর হত্যাযজ্ঞ। এসময় বাবার হাত ধরে পালাচ্ছিলেন ১১ বছর বয়সী মোমেনা খাতুন। এসময় হানাদারদের ছোড়া একটি বুলেট এসে বিদ্ধ হয় মোমেনা খাতুনের গলায়। পরবর্তীতে তিনি প্রানে বাচলেও বুলেটটি বের করা সম্ভব হয় নি। গত ৬মে ২০১৪ একটি সফল অপারেশনের মাধ্যমে এটি বের করা হয়।
০৩ রা জুন, ২০১৪ রাত ১:১৩
মহাশুন্য বলেছেন: বিষয়টি নিয়ে প্রথম আলো এবং কালেরকন্ঠে প্রতিবেদন ছাপা হয়েছে। এখন নেটে সার্চ দিয়ে এটা পেলাম http://www.bnation24.com/main/detail/6672
২| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৭
আহমাদ ইবনে আরিফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ৮:০৫
আহমাদ ইবনে আরিফ বলেছেন: বিষয়টার আর কোন নিউজলিঙ্ক দেওয়া যাবে স্যার?