নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাশুন্য থেকে মহাশুন্যে

একদিন সব শুন্য হবে

মহাশুন্য

শুন্য মহাশুন্য

মহাশুন্য › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু !

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

শিশির ভেজা খুব ভোরে এই আরক্ত লাশকে ধবধবে সাদা কাপড়ে জড়িয়ে নিও;

চুপিচুপি লাল মাটির গহীনে ফেলে এস ,

ছোট্ট বকুলের ভাংগা একটা ডাল পুতে শুধু, আর কিছু নয়;

অরণ্যের শ্বাপদ হোক বা কোন বিষাক্ত ভুজংগের পাশে ,

অজস্র পাহাড়ী ঢালে কিংবা স্রোতস্বিনীর তটে হোক;

কি আসে যায়?

আমাকে তরুনের মত মৃত্যু দিও,

নেভানো মোমের মত নিকষ আঁধারে নয়,

চাঁপা কথার পাথর জমা বিষন্ন বুকে সেই

মোচড়ানো পুরনো কাগজের ফিকে ধ্বনিতে নয় ;

নয় কোন অমাবশ্যার কুচকুচে কাল বলিরেখার ভীড়ে,

কাক ও কোকিলের বিরক্ত শেষ বেলায় অথবা;

ভীরু কাপুরুষের অমরতায় বার্ধক্যের বটবৃক্ষ হয়ে নয়;

কেবল টগবগে রক্তধারার মত অবিচল তারুণ্যে,

শেষ নিঃশ্বাস নিতে দিও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভীষণ ভাল লেগেছে ===== কিন্তু আমারতো মৃত্যুর কথা মনে পড়ে গেল !! কেমন যেন ভয় ভয় লাগছে

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে মন্তব্য করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.