![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড় কেন আকাশ দেখে
কাটায় নিঝুম রাত,
সাগর কেন নদী পেলেই
বাড়ায় বলো হাত ?
সবুজ ঘাসের মায়ায় শিশির
ঝরছে দেখ অই,
বৃষ্টি দেখ মিষ্টি হাওয়ায়
খুজছে সখি কই ?
অচিন পাখি গাইছে যে গান
তাল কাটেনা সুর,
ভাংগা ঘরে চাঁদের আলোর
মন মানেনা দুর।
নিশীথ ক্ষনে একলা কেন
ঝিঝির দলে ঢুকে
পালিয়ে যেতে ইচ্ছে করে
বিরান চরের বুকে ?
(১০.১০.২০১৫/ ঢাকা)
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
মহাশুন্য বলেছেন: আমারো প্রশ্ন, কেনু ? কেনু?
২| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
ভালোই
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
মহাশুন্য বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২
সুমন আকরাম বলেছেন: দারুন+++
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
মহাশুন্য বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
মানুষ বলেছেন: গাধার কেন শিং থাকে না?
হাতির কেন পালক নেই?
গরম জলে ফোড়ন দিলে,
লাফায় কে তা ধেই ধেই?