নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাশুন্য থেকে মহাশুন্যে

একদিন সব শুন্য হবে

মহাশুন্য

শুন্য মহাশুন্য

মহাশুন্য › বিস্তারিত পোস্টঃ

গভীর রাত বড় আশ্চর্য সময় !

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২২

গভীর রাত বড় আশ্চর্য সময়,
এসময় পাড়ার কুখ্যাত মাস্তান
জোছনার আলোয় ধ্যান-মগ্ন থাকে,
অথচ পাহাড়ের বাকে
সাধু দরবেশ ডুবে যান
পঙ্কিলতার গহবরে।

হাওড়ের কালো জলে
তখন ভেসে ওঠে
সোনার কঁই আর রুপার মাগুড় !

পাড়ার বুড়ো বট তখন বিশ্রাম নেয় অচিনপুরের শিশির নীড়ে !

একটা রাতজাগা গানের পাখি
একা একা কাঁদে এই নিশীথেই,
ভোরের হাসির মুখোশ ঝেড়ে !
মান-অভিমানের পুরনো খেলায়,
সব কিছু পেছনে ফেলে
উচু ডালে বেধে ফেলে
মেলায় কেনা নতুন শাড়িটা।

দুর আঁধারে চলে আশ্চর্য লুকোচুরি,
ফেরারী হয় ঘরকুনো
আহ্লাদী রাজপুত্র
সিংহাসনের শিকল ভেংগে।
গভীর রাত বড় আশ্চর্য সময় !

-----------------------------------

গভীর রাত বড় আশ্চর্য সময় !
ডা. মো. তরিকুল হাসান
-----------------------------------

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৮

মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৬

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ডা. মো. তরিকুল হাসানই কি মহাশূন্য?

২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২

মহাশুন্য বলেছেন: জি।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯

আছির মাহমুদ বলেছেন: বিমুগ্ধ!

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

রক্তিম দিগন্ত বলেছেন:
বেশ ভাল কবিতাটা।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২১

মহাশুন্য বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

পুলহ বলেছেন: ব্লগে আমার শুরুর দিককার সময়ে একজন কবির কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলাম, আজ বহুদিন পর আপনার কবিতা পড়ে আবার সেরকম ভালো লাগলো!
এরকম লেখাগুলো চোখ এড়িয়ে গেলে খারাপ লাগে।
আপনার মাওয়া ঘাটের পোস্টের কবিতাটাও পড়ে এলাম, কিন্তু এটা বেশি ভালো লেগেছে।
শুভকামনা জানবেন কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.