![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!
ইউনিভার্সিটি পাশ করে বেশ কয়েক বছর আগে বেড়িয়ে যাওয়া কিছু ছাত্র ব্যাক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হয়ে একদিন তাদের প্রিয় শিক্ষকের বাসায় বেড়াতে এলো।
তাদের আলোচনার এক পর্যায়ে সবাই নিজ নিজ পেশাগত জীবনের ব্যস্ততা আর মানসিক চাপের কথা জানালো।
এক সময় সবাইকে অপেক্ষা করতে বলে প্রফেসর তাদের জন্যে কফি বানিয়ে আনতে গেলেন।
কিছুক্ষন পর তিনি একটি বড় কেটলিতে করে কফি ও একটা ট্রে-তে করে নানা ধরনের কাপ নিয়ে ফিরে এলেন,যেগুলোর কিছু ছিলো সস্তা,সাধারন আর কিছু ছিলো বেশ দামী ধরনের।
প্রফেসর তাদের নিজেদেরকে কাপ নিয়ে কফি ঢেলে নিতে বললেন।
... যখন তারা সবাই নিজেরা কফি ঢেলে নিলো তখন প্রফেসর তাদের বললেন,
"তোমরা লক্ষ্য করে দেখ সব দামী কাপগুলোই তোমরা নিয়ে নিয়েছো, এটাও লক্ষ্য করেছ কে কোনটা নিল। ট্রে-তে শুধু সস্তা আর সাধারন কাপগুলোই পড়ে আছে।
এই যে তোমরা সবসময় তোমরা নিজেদের জন্যে সবচেয়ে ভালটা চাও এটাই...তোমাদের জীবনের সমস্যা আর মানসিক চাপের কারন।"
জেনে রাখো "কাপ যত দামীই হোক তা কফির মধ্যে কোনো বাড়তি স্বাদ
যোগ করে না।" আসলে তোমরা আসলে যা চাচ্ছিলে তা হলো কফি,কাপগুলো নয়। তারপর স্যার বললেন,
স্রষ্টা আমাদের যা দিয়েছে তা হলো কফি আর আমরা এই কফিটা পান
করার জন্য বিভিন্ন দামি জিনিসের পিছনে ছুটছি আমরা যা আদৌ কি আমাদের খুব প্রয়োজন?।
গল্পের মোরালটা এমন হতে পারে, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি পেতে টাকা লাগেনা, আর বাদবাকী জিনিসগুলো আপনি যতো দামী ভাবছেন ততোটা দামী নয় আরও বেশী টাকা আপনার সব সমস্যার সমাধান কখনোই দেবে না।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
পলক শাহরিয়ার বলেছেন: ভাল লাগায় আনন্দিত হলাম।
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
Shomik ahamed shuvo বলেছেন: ভালোই
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ,শুভ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
রেজোওয়ানা বলেছেন: ভাল!
অনুবাদ আপনি করেছেন?
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
পলক শাহরিয়ার বলেছেন: হ্যাঁ। টুইটারের একটা স্ট্যাটাস। অফিসের কাজের ফাকে করা অনুবাদটা ভাল হয়নি। শেষে মোরালটা বিলাসবিডির বিখ্যাত পোস্ট থেকে নেয়া।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
কালোপরী বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ কালোপরি। আমি যখন ব্যাংকে ছিলাম আমারও পাত্রী দেখা বিষয়ক মজার মজার অভিজ্ঞতার সামনে পড়তে হয়েছে।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
আরজু পনি বলেছেন:
আসলেই তো তাই।
অনুবাদ ভাল্লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ। জীবনটাকে আমরা ইচ্ছা করলেই অন্যভাবে ভাবতে পারি,একটু অন্যরকম করে সাজাতে পারি। অপরবাস্তব সংকলনের খবর কি ,আপু?
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার গল্পের মূলভাবের সাথে সহমত।আপনি খুব প্রাঞ্জল ভাষায় গল্পটাকে প্রাণবন্ত করে তুলেছেন।স্রষ্টাকে কেউ মনে রাখে না।স্রষ্টার সৃষ্টি নিয়ে সবাই উন্মাদ!!সব মিলিয়ে আপনার অনূদিত গল্প খুব ভালো লাগল ভাই।
অনেক দিন পর দেখা...।কেমন আছেন???
আপনার জন্য শুভ কামনা নিরন্তর।সত্য সাধনায় উদ্বেলিত হোক আপনার অন্তর।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
পলক শাহরিয়ার বলেছেন: আপনার মন্তব্য ভীষন ইন্সপায়ারিং আর সুন্দর। কেমন আছেন?
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
কালোপরী বলেছেন: আপনি আমার ব্লগ পড়েছেন তাহলে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
পলক শাহরিয়ার বলেছেন:
জি ম্যাডাম,আপনার ব্লগ পড়িয়াছিলাম।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল লেগেছে অনুবাদ
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
পলক শাহরিয়ার বলেছেন: ভাল লাগা গ্রহন করিয়া বাধিত হইলাম।
৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: ভাববার বিষয়। ভাল লাগল
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ,মহামহোপাধ্যায় । জীবনটাকে আমরা ইচ্ছা করলেই অন্যভাবে ভাবতে পারি,একটু অন্যরকম করে সাজাতে পারি।
১০| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮
নাইমুল ইসলাম বলেছেন: অনুপ্রাণিত হলাম
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০
পলক শাহরিয়ার বলেছেন: অনুপ্রানিত হোন,সুন্দর হোন,সফল হোন।শুভকামনা থাকল।
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
পুলহ বলেছেন: গল্পটা আগেও পড়েছিলাম কোথাও...
কেমন আছেন শাহরিয়ার ভাই?
যেখানেই থাকুন, ভালো থাকুন- এই শুভকামনা!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে ||