![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!
খুব সাধারন একজন মানুষ। একবার এফবিআই এজেন্ট দিয়ে তাকে বিমানবন্দর থেকে পাকড়াও করে হোয়াইট হাউসে নিয়ে আসা হলো।কোন কারন দর্শানো ব্যতিরেকে তাকে ধরে আনা হলো সোজা হোয়াইট হাউসের অন্যতম সুরক্ষিত কামরায়। পরে বিশাল পর্দা উন্মোচন। হঠাৎ প্রেসিডেন্ট,ফার্স্টলেডি,মিনিস্টার্সের সমস্বরে অভিবাদন.....হ্যাপি বার্থডে টু ইউ....হ্যাপি........ইউ। তিনি আর কেউ নন,তিনি ডঃ ইউনুস। দিস ক্যান অনলি হ্যাপেনস টু হিম। আজ বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীর জন্মদিন। হ্যাপি বার্থডে স্যার।
বিজ্ঞ সমালোচকদের বলি, তিনি দেশের সম্মান যে পর্যায়ে নিয়ে গেছেন,নারীদের স্বাবলম্বি হতে যতটুকু করেছেন তার কত শতাংশ বা নিযুতাংশ আপনি বা আপনার নেতা করতে পেরেছে। কিন্তু আপনি কি-বোর্ড ভেঙে কথার ফুলঝুরি ছুটিয়েছেন,আপনার নেতার কথার জোয়ারে ভেসে গেছে লক্ষ কোটি বিনিয়োগকারির শেষ সম্বল। ডঃ ইউনুস দেশে-বিদেশে যতগুলো এওয়ার্ড পেয়েছেন, সেগুলোকে পাশাপাশি রেখে যদি বলা হয় এক নিঃশ্বাসে দৌড় দিয়ে এগুলো কভার করে আসেন, তারপর শুনব আপনার সমালোচনা। আমার দৃঢ় বিশ্বাস যে মাঝপথে দম বন্ধ হয়ে পটল তুলবেন। বন্যা,ক্ষরা দিয়ে নয় এখন বিদেশে বাংলাদেশ পরিচিত ডঃ ইউনুস আর তার কৃতিত্ব দিয়ে।এজন্য আজ কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে হিংসায়। কিন্তু কেন? আসুন, সম্মান পেতে আগে সম্মান করতে শিখি.....
(হাইলাইটেড অংশটুকু ব্লগার তোমাদোচির লেখা থেকে ধার করা।)
২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার বলেছেন খেয়াঘাট ভাই।হ্যাঁ,একজন মানুষের সীমাবদ্ধতা থাকতেই পারে কিন্তু দেশের জন্য তিনি যা করেছেন তার জন্য বাঙালির চিরকৃতজ্ঞ থাকা উচিৎ।তাকে সম্মান না দিতে পারি তার সম্মান কেড়ে নেবার চেষ্টা কতটুকু হীন্যমনতার পরিচায়ক ভাবা যায়না।
২| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৫:০৭
তোমোদাচি বলেছেন: আপনাকে ধন্যবাদ!!
বিজ্ঞ সমালোচকদের দেখার জন্য লিষ্ট টা এখানে আবার কপি-পেষ্ট করলাম
Click This Link
২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ তোমাদাচি ভাই। চমৎকার একটা কাজ হয়েছে এটা। আসলে আপনার লেখা দেখেই কিছু লেখার অনুপ্রেরণা পেলাম।
৩| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৬
ভিটামিন সি বলেছেন: লেট হলেও হ্যাপি বার্থ ডে টু আওয়ার অনারেবল ইউনুস (নেক্সট অর্থমন্ত্রী)।।।।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯
পলক শাহরিয়ার বলেছেন: দেশের জন্য যদি ভালো কিছু হয় তাতে হোকনা। ক্ষতি কি?
৪| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১০
ভিটামিন সি বলেছেন: ক্ষতি তো কিছু নাই। আমিই তো আগে উনাকে সাপোর্ট করলাম ২০১৩ সালে রাজনীতিতে যোগদানের জন্য। এখানে পড়ুন: Click This Link
আর আগামীতে যে পরবর্তী দল সরকার গঠন করবে তার আভাস তো এই সরকারের অধীনে গত নির্বাচনগুলোতেই দেখতে পাচ্ছি। সুতরাং সেই আগামী সরকারের মেয়াদে তো তিনি হচ্চেনই আমাদের অর্থমন্ত্রী। আশা করি বোঝতে পেরেছেন।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৬
পলক শাহরিয়ার বলেছেন: ভাল লিখেছেন।প্লাস দিয়ে আসলাম।
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:২০
ইউসুফ আলী রিংকূ বলেছেন: দেরিতে হলেও শুভ জন্মদিন স্যার! শুভ জন্মদিন ডঃ ইউনুস!!
আপনি কেমন আছেন ভাই ?
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ রিংকু।আমি আপাতত প্রবাসি।সামনের বছর দেশে ফিরব ইনশাআল্লাহ।আপনার ফেসবুক আইডি কি?
৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
মুশাসি বলেছেন: হাজিরা দিয়ে গেলাম
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ।আপনি কি এখনও রাজশাহীতেই আছেন?
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৫৭
খেয়া ঘাট বলেছেন: ভাই, রাতের অন্ধকার ভেদ করে সূর্য উদিত হলে কিছু বাদুড়তো দিশাহারা হবেই। কিন্তু তাতে সূর্যের আলোর কোনো ক্ষতি হয়না। বরং সে আলোয় সারা দুনিয়াই আলোকিত করে।
এ বিস্ময়কর মহা মানুষের জন্মদিনে শুভেচ্ছা।