![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।
মাঝে মাঝে স্বপ্ন গাঁথি,
জানি তুমি ফিরবে না প্রেমী;
রুগ্ন মনে তোমার আবাস,
কাছে থেকেও যেন সুদূর প্রবাস।
ফেরার পথে পা বাড়ালে,
রব আমি তোমার প্রতীক্ষাতে;
দৌড়ে তোমায় বুকে জড়িয়ে,
সিক্ত হবো তোমার ভালোবাসায়।
লেখা যত কবিতা তোমায় নিয়ে,
জীবন্ত হয়ে দুঃখে ভাসায় মোরে;
নয় কোন কল্পকথা,তুমি আমার ভালোবাসা
উৎসর্গঃ প্রতি পঙক্তির প্রথম বর্ণ যুক্ত করে যার নাম।
©somewhere in net ltd.